Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাইশ গজে তান্ডব চালিয়ে শিরোনামে অভিষেক শর্মা

 

Abhishek-Sharma-in-the-title

সমকালীন প্রতিবেদন : আইপিএল ২০২৫-এর প্রথম পাঁচটি ম্যাচে অভিষেক শর্মার ব্যাট একেবারেই নিরব ছিল। তবে এবার তিনি দুর্দান্ত ভঙ্গিতে ফর্মে ফিরে এসেছেন এবং আইপিএলের ইতিহাসে একজন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন। অভিষক শর্মা মাত্র ৪০ বলে শতরান পূর্ণ করেন। 

শুধুমাত্র ইউসুফ পাঠান তাঁর আগে রয়েছেন। ২০১০ সালের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন ইউসুফ পাঠান। নিজের হাতে এই অভিষেককে তৈরি করেছেন। কিন্তু তাঁর ব্যাটিং দেখে নিজেই বিস্মিত যুবরাজ সিং। পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেকের ১৪১ রানের ইনিংস মুগ্ধ করেছে প্রাক্তন ক্রিকেটারকে। 

অভিষেক এতটা পরিণত হয়ে গিয়েছেন, তা ভাবতে পারেননি গুরু যুবরাজ। শনিবার আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অভিষেক। তরুণ ওপেনারের দাপটে ২৪৬ রান তাড়া করে জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাও আবার ৯ বল বাকি থাকতে। ৫৫ বলের ইনিংসে অভিষেক মেরেছেন ১৪টি চার এবং ১০টি ছয়।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ’টি ছক্কা মারা যুবরাজ অভিষেকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আগ্রাসী মানসিকতা। ছক্কা মারায় দক্ষ করে তুলেছেন ছাত্রকে। অভিষেক যখন তাঁর অ্যাকাডেমিতে ছিলেন, তখন যুবরাজ এক নিদান দিয়েছিলেন। অন্তত ১০০ মিটার দূরে বল উড়ে গেলে তবেই ছয় ধরা হবে। না হলে আউট। 

আর তার জন্য যা যা করা দরকার, সব করিয়েছেন অভিষেককে দিয়ে। যুবরাজ নিজে বোলারদের শাসন করতে ভালবাসতেন। তিনি চান, অভিষেকও একইভাবে শাসন করুন বোলারদের। তাই বলে ৫৫ বলে ১৪১! শনিবার পঞ্জাবের বিরুদ্ধে অভিষেকের ইনিংস দেখার পর ‌নিজের প্রতিক্রিয়া দিয়েছেন যুবরাজ সিং।

সমাজমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আহা, শর্মাজির ছেলে! ৯৮ রানের মাথায় সিঙ্গলস, আবার ৯৯ রানের মাথায় সিঙ্গলস! কত পরিণত হয়ে গিয়েছে। আমার দ্বারা বোধহয় হতো না। দুর্দান্ত ইনিংস অভিষেকের। ট্রেভিস হেডও দারুণ খেলেছে। এক সঙ্গে এই দুই ওপেনারের খেলা দেখা অসাধারণ অভিজ্ঞতা। শ্রেয়স আইয়ারের ইনিংসটার কথাও বলতে হবে। শ্রেয়সও দারুণ খেলেছে।’’ 

এবার শিষ্যকে নিখাদ প্রশংসায় ভরিয়েছেন গুরু। যা দেখে খুশি অভিষেকও। তরুণ ব্যাটার বলেছেন, ‘‘মনে হয় এই প্রথমবার উনি বাড়তি কিছু যোগ না করে মন্তব্য করেছেন। উনি আমাকে নিয়ে গর্বিত। তাই আমারও খুব ভাল লাগছে।’’









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন