সমকালীন প্রতিবেদন : আইপিএল-এর মাঝেই নাইট শিবিরে স্বস্তির খবর। গত সিজনে দলকে চ্যাম্পিয়ন করা কোচ ফিরলেন টুর্নামেন্টের মাঝপথে। টিম ইন্ডিয়ার সহকারী কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পরেই কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে যোগ দিলেন অভিষেক নায়ার। শনিবার বিকেলে এই খবরটি নিশ্চিত করা হয়েছে কেকেআর-এর পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই সুখবর ভক্তদের কাছে পৌঁছে দিয়েছে নাইট শিবির।
গত মরশুমে গৌতম গম্ভীর প্রধান কোচ এবং অভিষেক নায়ার সহকারী কোচ থাকাকালীন আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে যোগ দেন গৌতি। তারপরেই নিজের পছন্দমতো কোচিং স্টাফ বেছে নেওয়ার সুযোগ পেয়ে নাইট শিবির থেকে অভিষেক নায়ার এবং মর্নি মর্কেলকে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়ে আসেন তিনি।
গম্ভীর অ্যান্ড কোম্পানীর জমানায় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ক্রিকেটের সব ফরম্যাটে সেভাবে ভালো পারফর্ম করতে পারেনি টিম ইন্ডিয়া। সেই কারণে আইপিএল চলাকালীন গম্ভীরের একাধিক সহকারীকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর দেয় বিসিসিআই। সেই তালিকায় নাম ছিল অভিষেকেরও। কিন্তু এক চাকরি যেতেই আরেক চাকরি তাঁর দরজায় কড়া নেড়েছে। তাই টিম ইন্ডিয়া থেকে বরখাস্ত হওয়ার পরেই নাইট শিবিরে যোগ দিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন নায়ার। প্রথমে মেন্টর এবং পরে সহকারী কোচের দায়িত্ব সামলে এসেছেন তিনি। কোচ হিসেবে ট্রফি জয়ের শিরোপাও পেয়েছেন তিনি। এমনকি নাইট শিবিরে রিঙ্কু সিং, রমনদীপ সিং-দের মতো তরুণ তুর্কিদের তুলে আনার নেপথ্যেও তাঁর বড় অবদান রয়েছে।
এদিকে, গতবার গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হন। তাঁর সঙ্গে ভাল জুটি বেঁধেছিলেন নায়ার। দু’জনে মিলে একটি ভাল দল তৈরি করেন। সেই দলের উপর ভরসা দেখান। গত বার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। টুর্নামেন্টের মাঝে তাঁকেই ফিরে পেল নাইটরা। গম্ভীরের সংসার থেকে বাদ পড়ার দু’দিনের মধ্যে শাহরুখ খানের সংসারে ঢুকে পড়লেন নায়ার। এখন দেখার, তিনি ফেরায় কেকেআরের ব্যাটাররা ফর্মে ফিরতে পারেন কি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন