Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

গলি ক্রিকেটের সবথেকে দামি তরুণ প্লেয়ার কেকেআর দলে

 

Abhishek-Kumar-Dalhar

সমকালীন প্রতিবেদন : ‌আইপিএল মানেই যেন একের পর এক রূপকথার কাহিনি। গলি থেকে রাজপথে প্রবেশের গল্প। অবাস্তবের বাস্তবায়িত হয়ে পড়া।  তা না হলে টেনিস বল ক্রিকেটে নজরকাড়া তরুণ অভিষেক কুমার ডালহরের আইপিএল গ্রহে ঢুকে পড়াকে কীভাবেইবা ব্যাখ্যা করা যায়! অভিষেক নিজে কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন যে, তাঁর জন্য এত বড় একটা চমক অপেক্ষা করে রয়েছে? 

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্রিকেটার অভিষেক। গত দুই মরশুমে দুর্দান্ত সাফল্যের পর এই তরুণ পেসারকে নিল কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলেই শাহরুখ খান-জুহি চাওলার দলে দেখা যাবে অভিষেককে। আইএসপিএলে মাঝি মুম্বইয়ের হয়ে খেলেন অভিষেক, যে দলের মালিক অমিতাভ বচ্চন। 

তবে অভিষেকের বেড়ে ওঠা হরিয়ানার অলিগলিতে ক্রিকেট খেলে। সেখান থেকেই আইএসপিএলে সুযোগ মেলে অম্বালার ভূমিপুত্র অভিষেকের। তিনিই আইএসপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। প্রথম মরশুমে ৩২৪ রান এবং ৩৩ উইকেট ছিল তাঁর নামের পাশে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছিলেন। দ্বিতীয় মরশুমে সেরা বোলার হন অভিষেক। তাঁর হাত ধরে খেতাবও জেতে মাঝি মুম্বই।

কেবল আইএসপিএল নয়, আরও বেশ কিছু টুর্নামেন্টে খেলেছেন অভিষেক। এবার সেখান থেকে সোজা নেমে পড়বেন আইপিএলে। তবে কেকেআরের জার্সিতে নয়, নাইট শিবিরে নেট বোলার হিসাবে দেখা যাবে তাঁকে। অজিঙ্কা রাহানে থেকে রিঙ্কু সিং, একঝাঁক তারকার সামনে বল করতে দেখা যাবে অভিষেককে। 

এমন সুযোগ পেয়ে আপ্লুত তিনি। কেকেআরের তারকা বৈভব আরোরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। অভিষেকের এমন সাফল্যে অনেকের আবার মনে পড়ে যাচ্ছে বরুণ চক্রবর্তীর কথা। নেট বোলার হিসাবে কেকেআরে এসেছিলেন তিনিও। তবে আজ কেবল কেকেআর নয়, ভারতীয় দলেরও সম্পদ হয়ে উঠেছেন বরুণ।

উল্লেখ্য, অম্বালার অতি সাধারণ পরিবারের সন্তান এই অভিষেক। টেনিস বলে খেলেই তাঁর ক্রিকেটে হাতেখড়ি। গলি ক্রিকেট খেলতে খেলতেই সারা দেশে টেনিস বলের টুর্নামেন্টে নামতেন। ধারাবাহিকভাবে ভালো গতিতে বল করতেন। সেখান থেকেই সুযোগ মেলে আইএসপিএলে। বেশ পরিচিত হয়ে ওঠেন মাঝি মুম্বইয়ের তারকা। তবে এবার স্ট্রিট লিগের পালা শেষ, অভিষেকের যাত্রা শুরু আইপিএলে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন