Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৯ মার্চ, ২০২৫

দোল পূর্ণিমার পরেই বদলে যাবে তিন রাশির জীবন

 ‌

life-of-3-zodiac-signs-will-change

সমকালীন প্রতিবেদন : দোলের পরেই বদলে যাবে তিন রাশির জীবন। সমস্ত বাধা হবে দূর। কর্মফলের দেবতা শনির প্রভাবেই ঘুরবে ভাগ্য! ২৯ শে মার্চ, তারপরেই আসছে দুর্দান্ত সময়। কোন রাশির জাতক জাতিকার চাকরিতে চোখে পড়ার মতো উন্নতি। কেউ পাবেন জীবনসঙ্গীরও সমর্থন। দোল পূর্ণিমার পরেই এই বছরের সবচেয়ে বড় গোচর। জেনে নিন কুম্ভ ছেড়ে মীন রাশিতে শনির গোচরের ফলে লাভবান হবেন কোন কোন রাশির জাতকরা।

বাঙালির বারো মাসে তের পার্বণ। তবে অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশির ভাগ জায়গাতেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় এই রঙের উৎসব। বিশ্বাস অনুসারে, রঙের উৎসবে সব খারাপ শেষ হয়ে ইতিবাচক সময়ের সূচনা হয়। কথাটা কতখানি ঠিক? 

আগামী ১৪ মার্চ ২০২৫ পালিত হবে দোল পূর্ণিমা। আর ঠিক তার কয়েক দিন পরই, ২৯ মার্চ শনি নিজের রাশি কুম্ভ ছেড়ে মীন রাশিতে গোচর করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির গোচর যে বছর ঘটে, বিভিন্ন রাশির জাতকদের জীবনে সেই বছর বিশেষ প্রভাব পড়ে। শনির এই স্থান পরিবর্তনের শুভ প্রভাব যে কয়েকটা রাশির জাতকের জীবনে লক্ষ্য করা যাবে, তার মধ্যেই একটা মকর রাশি।

মকর রাশি : দোলের পর থেকেই শনি মহারাজের কৃপা বর্ষিত হবে মকর রাশির জাতকদের ওপর। আর শনির গোচরের পরপরই এই রাশির জাতকদের ওপর থেকে সাড়ে সাতি দশা কেটে যাবে। আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। এই সময় নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ আছে। চাকরিতেও পদোন্নতি হওয়ার চান্স। অফিসে সিনিয়র আধিকারিকদের সমর্থন আপনার সঙ্গেই থাকবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ঝোঁক বাড়বে।

ধনু রাশি : কর্মফলের দেবতা শনি মীন রাশিতে প্রবেশ করলে ধনু রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসবে। এই সময় নানা কারণে আপনার মনে আনন্দ থাকবে। নতুন জমি, বাড়ি, গাড়ি কেনার যোগ আছে। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে। বাড়বে প্রতিপত্তি। অতিরিক্ত অর্থলাভ হবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই শক্তিশালী হবে ধনু রাশির জাতকদের। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ব্যবসায়ীরাও বড় লাভ করতে পারবেন। রিয়েল এস্টেট থেকে লাভবান হতে পারেন।

বৃষ রাশি : শনির প্রভাবে দোলের পরেই খুব ভালো সময় আসতে চলেছে বৃষ রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার উপার্জন আচমকাই বৃদ্ধি পাবে। যাঁরা চাকরি করেন, তাঁদের জীবনেও এই সময় ভালো সময় আসবে। ব্যবসাতেও বড় লাভ হওয়ার যোগ আছে। ছাত্রছাত্রীরাও এই সময় লেখাপড়ায় সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন।‌‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন