Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত

 ‌

Wind-change-in-South-Bengal

সমকালীন প্রতিবেদন : ‌তীব্র দাবদাহের মধ্যেই হাওয়া বদলের খবর এলো। বৃহস্পতিবার থেকে এই হাওয়া বদল ঘটবে বলে জানা গেছে। শুক্র-শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া এখন শুষ্ক। সেখানে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

সোমবার ছিল খুশির ইদ। আর এদিন দক্ষিণবঙ্গের সব জেলাই ছিল উষ্ণ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি থাকলো। কলকাতাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়তে থাকে। তাপমাত্রা পৌঁছায় ৩৮ ডিগ্রিতে। আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমার খবরে কিছুটা স্বস্তি ফিরছে।

সোমবার দক্ষিণবঙ্গে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল। পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। তবে এদিন তাপপ্রবাহ থেকে আংশিক স্বস্তি মিলেছে। এদিন পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হয়। তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন ছিল না। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। 

উষ্ণতায় কাটে সোমবারের ইদের দিন। এদিন কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন পূর্বভাস রয়েছে। কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে আজ থেকে শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে। তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়তেই তীব্র গরম, সূর্যের প্রখর তাপে দাবদাহের অবস্থা। বাতাসে ক্রমশ বাড়ছে জলীয় বাষ্প। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন