সমকালীন প্রতিবেদন : নিজের সংসার, স্বামী, সন্তান ছেড়ে প্রেমিকের বাড়িতে গিয়ে আলাদা সংসার পেতেছিল স্ত্রী। বহুবার অনুরোধ করেও বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় স্বামী। আর এই রাগেই স্ত্রীর প্রেমিকের বাড়িতে হাজির হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল স্বামী। শেষে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করল স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গোপালনগর থানা এলাকায়।
দুই সন্তান ছেড়ে প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সাথে সংসার করছিল স্ত্রী দীপু মন্ডল(২৮)। স্ত্রীকে ফেরাতে মরিয়া চেষ্টা চালিয়েছিল স্বামী সুখদেব মন্ডল। তবে ফিরতে নারাজ স্ত্রী। সহ্য না করতে পেরে স্ত্রীর প্রেমিকের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে এরপর নিজের পেটে ছুরি মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল স্বামী সুখদেব।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দশেক আগে গোপালনগর থানার ১৭ নম্বর রেলগেট এলাকার সনেকপুর এলাকার বাসিন্দা সুখদেবের সাথে দীপুর বিয়ে হয়। এরপর দুটি সন্তানও হয় তাদের। অভিযোগ, বছর কয়েক আগে বিবাহবহিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে দীপু। বছর দুয়েক আগে গোপালনগর থানার পাল্লা কামারপুরের বাসিন্দা প্রেমিক রতনের বাড়ি চলে আসে দীপু।
এরপর থেকে সেখানেই নতুন সংসার পাতে দীপু। এদিকে, স্ত্রীকে ফেরাতে বারংবার স্ত্রীর প্রেমিকের বাড়ি গেলেও স্বামীর বাড়িতে ফেরেনি স্ত্রী। আর তা সহ্য করতে না পেরে রাগের মাথায় সোমবার রাতে ধারলো অস্ত্র নিয়ে স্ত্রীর প্রেমিকের বাড়ি চড়াও হয়ে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে নিজের পেটে ছুরি চালিয়ে দেয় স্বামী সুখদেব।
চিৎকার শুনতে পেরে প্রতিবেশীরা গিয়ে দেখেন রক্তাত অবস্থায় পরে আছে স্বামী ও স্ত্রী। এরপর গোপালনগর থানায় খবর দিলে পুলিশ এসে স্বামী ও স্ত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে। স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন