সমকালীন প্রতিবেদন : ফের বনগাঁয় বাংলাদেশী ভুতুড়ে ভোটারের সন্ধান মিলল। একই ভোটার তালিকায় এক ব্যক্তির ছবি দিয়ে দুটি আলাদা নাম এবং এপিক নম্বরে এক বাংলাদেশি ব্যক্তির নাম তোলার প্রমাণ মিলেছে।
প্রধান তাপস মন্ডল এই প্রসঙ্গে বলেন, 'আমরা ভোটার তালিকা স্কুটিনি করার সময় লক্ষ্য করি যে, আমাদের পঞ্চায়েতে একই ভোটার তালিকায় একই ছবি কিন্তু দুটি আলাদা নামে এবং আলাদা এপিক নম্বর রয়েছে এক ব্যক্তির। একটি সিরিয়ালে রয়েছে সুজন দাস এবং অন্য সিরিয়ালে রয়েছে সুজয় বিশ্বাসের নাম।'
এরপরেই এই ব্যক্তির সন্ধানে এলাকায় খোঁজখবর শুরু করেন পঞ্চায়েত প্রধান। খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, ওই ব্যক্তি আসলে একজন বাংলাদেশী। বাংলাদেশের ঝিনাইদহ উপজেলায় তার নিজস্ব বাড়ি রয়েছে এবং তিনি সেই দেশের নাগরিক। বাংলাদেশী হিসেবে তাঁর পাসপোর্ট রয়েছে। সেই পাসপোর্ট এর কপিও হাতে চলে এসেছে পঞ্চায়েত প্রধানের কাছে।
এই প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন, এই ধরনের ব্যক্তিরা আগে ছিল সিপিএমের ভোটার, এখন তৃণমূলের ভোটার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের শুভবুদ্ধি হয়েছে, তাই তাকে ধন্যবাদ। কিন্তু তাঁর এই কাজ তাঁর দল মেনে নেবে তো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন