Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আইপিএল শুরুর আগেই বিরাট ধাক্কা নাইট শিবিরে

 

Umran-Malik

সমকালীন প্রতিবেদন : শনিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইপিএল-এর মহারণ। মরশুমের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রজত বনাম রাহানের এই লড়াইকে ঘিরে ইতিমধ্যে চড়ছে পারদ। কিন্তু আইপিএল-এর প্রথম ম্যাচ খেলার সপ্তাহখানেক আগেই বড় ধাক্কা খেল কেকেআর। 

চোটের কারণে গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন ভারতীয় পেসার উমরান মালিক। যদিও তাঁর বদলিও খুঁজে নিয়েছে নাইটরা। উমরানের জায়গায় বেছে নেওয়া হয়েছে নাইট ব্রিগেডেরই প্রাক্তন সদস্য চেতন সাকারিয়াকে। একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে কেকেআর-এর পক্ষ থেকে। 

তবে উমরান কীভাবে চোট পেলেন, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও দেওয়া হয়নি। কিন্তু এটা সকলেই জানেন যে, দীর্ঘদিন ধরেই চোটের কারণে ভুগছিলেন উমরান। আশা করা হয়েছিল তিনি চোট সারিয়ে ফিরবেন, কিন্তু তা আর হল না। উমরান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের সদস্য ছিলেন। 

চলতি আইপিএল-এর জন্য তাঁকে ৭৫ লাখ টাকায় কিনেছিল কেকেআর। এই দলে খেলার জন্য উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন এই পেসার। কিন্তু শেষমেশ কেকেআর-এর জার্সি গায়ে গলিয়ে আর ২২ গজে কামাল করার সুযোগ হলো না তাঁর। চোটের জন্য আপাতত গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি। 

অন্যদিকে, চেতনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছে কেকেআর। ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগিয়ে আইপিএলে সুযোগ পেয়েছিলেন চেতন সাকারিয়া। ২০২১ সালে রাজস্থান রয়্যালস তাঁকে ১.২০ কোটি টাকা দিয়ে কিনেছিল। প্রথম বছর ১৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। এর পর তাঁকে ৪.২০ কোটি টাকা দিয়ে কেনে দিল্লি ক্যাপিটালস। 

তবে ২০২২ ও ২০২৩ সালে তিনি দিল্লি ক্যাপিটালসে খেললেও সেভাবে দাগ কাটতে পারেননি। দুই মরশুম মিলিয়ে তিনি মোট ৬টি উইকেট নেন। ২০২৪ সালে চেতন সাকারিয়া কেকেআরেই ছিলেন। কিন্তু একটিও ম্যাচে নামার সুযোগ পাননি তিনি। তবে চলতি আইপিএল-এ কেকেআর-এর জার্সিতে মাঠে নেমে জ্বলে উঠবেন তিনি, আশা ক্রিকেটপ্রেমীদের।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন