Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

দোলের কারণে শিয়ালদা, হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল

 ‌

Train-cancellation

সমকালীন প্রতিবেদন : ‌দোল উৎসবে জাতীয় ছুটি শুক্রবার। স্বাভাবিকভাবেই ট্রেন–বাসে আর পাঁচটা দিনের তুলনায় ভিড় কম থাকবে। তবে নিত্যযাত্রী ছাড়াও বিসেষ প্রয়োজনে যাদের ট্রেনে চড়তে হবে, এমন ব্যক্তিদের জন্য হতাশার খবর। কারণ দোল উৎসব উপলক্ষ্যে শুক্রবার শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে শতাধিক ট্রেন বাতিল থাকবে। বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে পূর্ব রেল।

ট্রেন বাতিলের ফলে ভোগান্তির শিকার হতে হবে এদিন ট্রেনযাত্রার প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া যাত্রীদের। রেল সূত্রে জানা গেছে, শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখা ও মেইন লাইনে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে সকালবেলার দিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা- রানাঘাট শাখায় মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। একইভাবে রানাঘাট-গেদে শাখায় ৪ জোড়া ট্রেন যাত্রা শুরু করবে না। 

শিয়ালদা-বর্ধমান শাখায় এক জোড়া ট্রেন বাতিল হয়েছে। শিয়ালদা-গেদে শাখায় তিনটি ট্রেন বাতিল থাকছে। রানাঘাট-নৈহাটি রুটে একজোড়া ট্রেন বাতিল করা হয়েছে। আটটি ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা থেকে শান্তিপুর যাওয়ার রুটে। রানাঘাট-শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর রুটেও আপ এবং ডাউন মিলিয়ে ২টি ট্রেন বাতিল থাকছে।

এর পাশাপাশি শিয়ালদা-বারাকপুর, বিধাননগর-বারাকপুর, বিধাননগর-নৈহাটি, শিয়ালদা-বনগাঁ, রানাঘাট–বনগাঁ, শিয়ালদা-নৈহাটি, বারাসত-বনগাঁ,  শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ ছাড়াও ডানকুনি রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখাতেও। শিয়ালদা থেকে বারুইপাড়া, ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর বিবাদী-বাগ, সোনারপুর, মাঝেরহাট লোকাল বাতিল করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদার পাশাপাশি হাওড়া ডিভিশনেও বহু ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান শাখার মেইন লাইনে তিনটি আপ ট্রেন, ডাউনে দুটি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে তিনজোড়া ট্রেন বাতিল করা হয়েছে। একই লাইনে সাতটি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল। হাওড়া-ব্যান্ডেল শাখার মেইন লাইনে চারজোড়া, ডাউন লাইনে সাতটি ট্রেন বাতিল থাকছে। 

একইভাবে হাওড়া-তারকেশ্বর, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-শ্রীরামপুর, নৈহাটি-ব্যান্ডেল, বর্ধমান-কাটোয়া শাখার আপ এবং ডাউনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের পাশাপাশি শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে কাউন্টার খোলার সময়েরও পরিবর্তন করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র দোল উৎসব উপলক্ষ্যে জন্য এই বিশেষ দিনের জন্য সকাল ৮টার পরিবর্তে দুপুর ২টো থেকে কাউন্টার খুলবে। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন