Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামবেন সুনীল নারিন

 

Sunil-Narine

সমকালীন প্রতিবেদন : ‌এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এখন পুরনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে খেলতে নামার আগে কেকেআর সমর্থকদের মনে একটাই চিন্তা, সুনীল নারিন কি পারবেন গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে? এই নিয়ে চলছে চর্চা। 

তার মাঝেই কলকাতার ক্রিকেট পাগল সমর্থকদের জন্য সুখবর। নেটে প্রস্তুতি শুরু করেছেন নারিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি সুনীল নারিন। জানা গিয়েছিল, নারিন অসুস্থ ছিলেন এবং তাঁর অনুপস্থিতিতে মইন আলিকে খেলানো হয়েছিল। আর কেকেআর জার্সিতে প্রথম সুযোগ পেয়েই, বল হাতে দুরন্ত পারফরম্যান্সও করেছিলেন মইন। ২৩ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। 

জানা গিয়েছে, নারিন ফিট হয়ে মুম্বই ম্যাচ খেলার জন্য প্রস্তুত। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে নারিনকে। আন্দ্রে রাসেলের সঙ্গে নারিনকে নেটে রেঞ্জ হিটিং অনুশীলন করতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, দলের অন্যান্যদের সঙ্গে তাঁকে ফিল্ডিং অনুশীলনও করতে দেখা গিয়েছে। 

কেকেআর-এর তারকা অলরাউন্ডার ফিট হলে, মুম্বইয়ের বিরুদ্ধে সরাসরি একাদশে ঢুকে পড়বেন। কারণ, তিনি গত কয়েক বছর ধরেই ব্যাটিং এবং বোলিং বিভাগে কেকেআর-এর অন্যতম প্রধান স্তম্ভ। সুনীল ঢুকলে হয়তো ভালো খেলার পরেও, মইনকে বসতে হতে পারে। তবে এখনও দল নিয়ে বা সুনীলের ফিটনেস নিয়ে কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি কেকেআর-এর তরফে। 

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নারিনের অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে সুনীল নারিনকে পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। উইন্ডিজ অলরাউন্ডার দলে থাকলে, কেকেআর ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি, একজন দক্ষ স্পিনারকেও দলে পেয়ে যাবেন।

নারিন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কলকাতা আরসিবি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ব্যাট হাতে তিনি ২৬ বলে ৪৪ রান করেছিলেন এবং তার পর চার ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। 

তবে, কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচ জিততে পারেনি। তারা ৭ উইকেটে বাজেভাবে ম্যাচটি হেরে গিয়েছিল। তবে এর পরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শক্তিশালী প্রত্যাবর্তন করে। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচটি জিতে যায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন