সমকালীন প্রতিবেদন : অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সোস্যাল মিডিয়ায় পাইস হোটেল পরিচালনার ক্ষেত্রে জনপ্রিয় মুখ নন্দিনী গঙ্গোপাধ্যায়। শুরু করলেন জীবনের নতুন ইনিংস। যদিও বছরখানের আগে নিজের পছন্দের মনের মানুষের সঙ্গে আইনী বিয়েটা সেরে ফেলেছিলেন। এবার সারলেন সামাজিক বিয়ে।
একটা সময় সোস্যাল মিডিয়ার ব্লগারদের মধ্যে নন্দিনীকে নিয়ে ভিডিও প্রকাশ করার হিড়িক পড়ে গিয়েছিল। সেখানে তার পরনে জিনস ও টপ। কানে ব্লুটুথ। কখনও রান্না করছেন। আবার তাড়াহুড়ো করে কখনও খাবার পরিবেশন করছেন। তবে মুখে লেগে মিষ্টি হাসি। ডালহৌসি পাড়ার ছোট্ট ভাতের হোটেলের 'স্মার্ট দিদি নন্দিনী' এহেন ছবি তখন থেকেই সোশাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা পায়।
আর এভাবেই ইউটিউবারদের সৌজন্যে ফুটপাথের অন্যান্য দোকানিদের তুলনায় অনেক বেশি জনপ্রিয় তিনি। সোশাল মিডিয়ায় হু হু করে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে ক্রমাগত। সেই নন্দিনীদিই শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সাত পাকে বাঁধা পড়লেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
দিন কয়েক আগে দোলের বিশেষ দিনে বিয়ে করলেন নন্দিনী। ওইদিন সকালে গায়ে হলুদের ছবিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। হলুদ শাড়ি, হাতে শাঁখা-পলায় একেবারে মোহময়ী হয়ে ওঠেন নন্দিনী। সঙ্গে তাঁর মনের মানুষ রুদ্রকেও দেখা গিয়েছে। গায়ে হলুদের এই পর্বে তাঁর পরিবারের লোকজনকেও দেখা গিয়েছে।
বিয়ের সাজের বাঁধা ছক ভেঙেছেন নন্দিনী। গতানুগতিক লাল বেনারসির বদলে গাঢ় বেগুনি রঙের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরেছিলেন। সঙ্গে সোনালি ওড়না এবং শোলার মুকুট। সোনার গয়নায় বাঙালি বধূ বেশে মালাবদল সারেন।
মালাবদলের সময় আবেগ সামলাতে পারেননি 'নন্দিনীদি'। চোখে জল চলে আসে তাঁর। ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ভিডিও শেয়ার করেন। তাতে শোনা গিয়েছে, জিৎ-কোয়েল অভিনীত 'শুভদৃষ্টি' ছবির 'তুমি আমার চিরসাথী' গানটি।
নন্দিনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রুদ্রর প্রেমের বিয়ে। মন দেওয়া নেওয়া হয়েছিল দীর্ঘদিন আগেই। ২০২৩ সালের শেষের দিকে তাঁর সম্পর্কের কথা জানাজানি হয়। তার পরের বছর আইনি বিয়ে সেরে ফেলেন। চলতি বছর দোলের দিন সামাজিকভাবে বিয়ে সারলেন। আর এভাবেই শুরু হল 'স্মার্ট দিদি নন্দিনী'র নতুন জীবনের পথ চলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন