সমকালীন প্রতিবেদন : কলকাতায় আসছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাণভ্রমর শাহরুখ খান। তবে কোনও সিনেমার প্রচারের জন্য নয়, বরং নিজের দলের পাশে দাঁড়াতেই তিনি আসছেন কলকাতায়। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২২ মার্চ সকালে শহরে পা রাখবেন কিং খান এবং সন্ধ্যায় ইডেনে কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ উপভোগ করবেন তিনি।
হোম ম্যাচ হোক বা অ্যাওয়ে, শাহরুখ বারবার প্রমাণ করেছেন, তিনি শুধুমাত্র কেকেআরের মালিক নন, তিনি এই দলের অন্যতম বড় সমর্থকও। অতীতেও বহুবার গ্যালারিতে বসে দলকে উৎসাহিত করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও টিমের সঙ্গে মাঠ পরিক্রমা, কখনও ক্রিকেটারদের সঙ্গে সেলফি, আবার কখনও দর্শকদের উদ্দেশে হাত নেড়ে ভালোবাসার বার্তা— শাহরুখ মানেই ইডেনে বাড়তি উত্তেজনা।
তবে এবারের দৃশ্য কিছুটা ভিন্ন হতে পারে। ব্যক্তিগত ও পেশাগত কারণে এবার চিরাচরিত মেজাজে দেখা নাও যেতে পারে বলিউড বাদশাহকে। জানা যাচ্ছে, ব্যস্ত শিডিউলের কারণে শাহরুখ হয়তো খুব বেশি সময় ইডেনে কাটাতে পারবেন না। শাহরুখের এই ব্যস্ততার মূল কারণ হল, তাঁর আসন্ন দুটি বড় বাজেটের ছবি— ‘কিং’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিটি পুরোদস্তুর অ্যাকশন ড্রামা, যেখানে শাহরুখকে দেখা যাবে এক ডনের চরিত্রে। ছবির শুটিং শুরু হয়েছে ২০২৪ সালের জুন মাসে এবং এটি মুক্তি পাওয়ার কথা ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। অ্যাকশন দৃশ্যের জন্য ইতিমধ্যেই ওজন কমিয়েছেন শাহরুখ। এখন নিজেকে আরও ফিট করে তুলতে ব্যস্ত তিনি।
এছাড়া, বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও সলমন খানকে একসঙ্গে পর্দায় ফের আনতে চলেছে যশ রাজ ফিল্মসের ‘টাইগার ভার্সেস পাঠান’। স্পাই ইউনিভার্সের অন্যতম আকর্ষণীয় এই ছবিটি দুই তারকার ভক্তদের জন্য এক বিশাল চমক হতে চলেছে। এই দুটি প্রজেক্টের কাজ সামলাতেই শাহরুখের ব্যস্ততা তুঙ্গে।
ফলে এবারের আইপিএলে হয়তো তাঁকে চিরাচরিত মেজাজে দেখা যাবে না। তবে ইডেনে এসে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন, এতে কোনও সন্দেহ নেই। তাই এবার শাহরুখ খানকে ইডেনে সেভাবে মাততে দেখা না গেলেও, তাঁর উপস্থিতি মানেই গ্যালারিতে উন্মাদনা থাকবে তুঙ্গে। তাঁকে এক ঝলক দেখতেই ইডেনে হাজির থাকবেন হাজার হাজার ভক্ত।
শাহরুখ নিজেও জানেন, কলকাতার মানুষ তাঁকে কতটা ভালোবাসে। তাই ব্যস্ততার মাঝেও কেকেআরের পাশে দাঁড়াতে তিনি আসছেন, এটাই ভক্তদের কাছে বড় আনন্দের খবর। এখন দেখার, ২২ মার্চ শাহরুখ মাঠে কতটা সময় দেন এবং সেই রাতে ইডেনে ঠিক কতটা ম্যাজিক ছড়িয়ে দেন বলিউড বাদশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন