সমকালীন প্রতিবেদন : ২৯ এর রাতে রাশি পরিবর্তন করেছেন শনিদেব। ১২ টা রাশি, সবার ক্ষেত্রেই কি কিছু না কিছু খারাপ হবে? কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে? ভুল ধারণাগুলো পাল্টে ফেলুন। সমস্যা আসবে, কিন্তু ১২ রাশির কে কিভাবে প্রতিকার করবেন? আজকের এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
শনিদেবের রাশি পরিবর্তন। খুব স্বাভাবিকভাবেই ১২টা রাশির ওপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়বে। আর তাই কিছু রাশির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, আবার কিছু রাশির ক্ষেত্রে একটু কম। যেমন–
মীন রাশি : কুম্ভ থেকে মীনে গেছেন শনিদেব। এক্ষেত্রে মীন রাশির মানসিক, শারীরিক সমস্যা বাড়বে। ব্যবসায় জোর দিলে লাভবান হবেন। তবে আলস্যভাব দেখাবেন না, তাহলে চাকরির ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে।
প্রতিকার– পশুদের প্রতি যত্নশীল হওয়া দরকার, এ ছাড়া ছায়া দান করুন।
ধনু : ধনুর ঢাইয়া। তাই শনির গোচরকালে ধনু রাশির মানুষদের চাকরির স্থানে খুব সতর্ক থাকতে হবে। যত পরিশ্রম করবেন, তত ফল শুভ পাবেন।
প্রতিকার– শনিদেবের বিষনজর থেকে বাঁচতে শিবের উপাসনা করুন। মহাদেবের পুজো করুন।
সিংহ : ধনুর মতো সিংহ রাশিরও ঢাইয়া। কিন্তু মনে রাখবেন শনির গোচরকালে সিংহ রাশির ব্যক্তিদের ঋণ শোধ হতে পারে। মামলায় টাকা খরচ হতে পারে। তবে আর যাই হোক শান্ত থাকুন। শান্ত থাকতে পারলে কর্মক্ষেত্রে উন্নতি হবে।
প্রতিকার– প্রতিকার হিসাবে শনি মন্ত্র জপ করুন, সুফল পাবেন।
কুম্ভ : কুম্ভ রাশির সাড়ে সাতের অন্তিম ফেজ চলছে। এই রাশির জাতক জাতিকারা জমি কেনার ইচ্ছা থাকলে এগিয়ে যান। স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। পারিবারিক সমস্যা থাকলে মিটে যাবে। বহুদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে।
প্রতিকার– শনিদেবের মন্ত্র পাঠ করুন।
মেষ রাশি : শনির রাশি পরিবর্তনে জাতক বা জাতিকারা ভালো ফল পাবেন না। সাড়েসাতির প্রভাব থাকার ফলে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য, কর্ম, আর্থিক দিকে প্রভাব পড়ার আশঙ্কা।
প্রতিকার– প্রতি দিন কুকুরকে রুটি খাওয়ান এবং শনি মন্দিরে সর্ষের তেল দান করুন।
বৃষ : এই রাশির জাতক-জাতিকারা সম্পর্কের দিক দিয়ে সাবধান থাকুন। বিশেষ করে ভাইবোনদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। পরিশ্রমের তুলনায় অর্থ উপার্জন কম হবে।
প্রতিকার– প্রতি শনিবার প্রবাহিত জলে সাদা সর্ষে এবং কালো তিল ভাসাতে পারেন, উপকৃত হবেন।
মিথুন : মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিকে বিশেষভাবে নজর দিতে হবে। বাড়িতে বয়স্ক সদস্যদের শরীরের যত্ন নিতে হবে। আর একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, জেনে রাখুন পরিশ্রম করলে ভাগ্য আপনার সঙ্গ দেবে।
প্রতিকার– গরিব দুঃস্থদের খাবার খাওয়াতে পারেন।
কর্কট : তবে কর্কট রাশির ক্ষেত্রে সুখবর আছে। কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবন থেকে সমস্ত বাধা-বিপত্তি ধীরে ধীরে কেটে যাবে। দাম্পত্য জীবন সুখের হবে। হঠাৎ অর্থ লাভ হতে পারে।
প্রতিকার– আরও ভাল ফল পেতে শনি মন্দিরে কালো তিল দান করুন।
কন্যা : কন্যা রাশির বিবাহিত জীবনের উপর সামান্য প্রভাব আসতে চলেছে। নিজের জীবনসঙ্গীর প্রতি সৎ আচরণ রাখলে উন্নতি আসবে। তবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন।
প্রতিকার– ছায়া দান করুন।
তুলা – সাবধান! তুলা রাশির জাতক-জাতিকাদের পারিবারিক সমস্যার বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে অলস হলে চলবে না। পরীক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। তবে চেষ্টায় ত্রুটি রাখলে চলবে না। প্রচুর পরিশ্রমও করতে হবে।
প্রতিকার– সবুজ মুগ ডাল দান করুন। সুফল পাবেন।
বৃশ্চিক : আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভালো খবর রয়েছে। প্রেম মজবুত হবে, নিজের পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। চাকরি পরিবর্তন হতে পারে। সেভিংস বাড়বে।
প্রতিকার– হনুমান চালিশা পাঠ করুন।
মকর : আর মকর রাশির ক্ষেত্রে বন্ধু সংখ্যা বাড়বে, রোগ বৃদ্ধি পাওয়ার ফলে একটু বিরক্ত ভাব থাকবে। পেটের সমস্যা বাড়বে। রাগ কমান। নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।
প্রতিকার– ভাল ফল পেতে শনিবার ব্রত রাখুন।
(উপরিউক্ত তথ্যগুলি মানতে ই–সমকালীন বাধ্য করে না)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন