সমকালীন প্রতিবেদন : আজ, শনিবার, ২৯ মার্চ! সাবধান থাকুন। কর্মফলের দেবতা শনি কুম্ভ থেকে মীনে প্রবেশ করছে। এর ফল ভালো না খারাপ? সেই দিনই অমাবস্যা, সূর্যগ্রহণ। কেন শনির রাশি পরিবর্তনের এত প্রভাব? কী হয় এতে? ঢাইয়া, সাড়েসাতির প্রভাব থেকে মুক্তি পেতে কি কি পালন করবেন?
জ্যোতিষশাস্ত্র মতে, শনি হল কর্মফলদাতা গ্রহ। শনি কর্মের কারক এবং ন্যায়বিচারক গ্রহ। ন্যায়বিচার বলতে, শনি গ্রহের প্রভাবে কাজ অনুযায়ী শুভ বা অশুভ ফল প্রাপ্ত হয়। কর্মের কারক হওয়ার কারণে যেকোনও প্রকার কর্মের উপর শনি প্রভাব দান করে।
তবে কর্মক্ষেত্রে প্রভাব বা সাড়েসাতি মানেই যে খারাপ তা নয়। শুভ বা অশুভ ফলপ্রাপ্তি নির্ভর করবে মহাদশা, অন্তঃদশা এবং জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থানের উপর। তাই কর্মক্ষেত্রে প্রভাব পড়বে বা সাড়েসাতি শুনেই অহেতুক ভয় পাওয়ার কোনও কারণ নেই। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে শনির প্রভাব বা সাড়েসাতিকালে সেই রাশির জাতক-জাতিকারা চূড়ান্ত সফলতা লাভ করেছেন।
সেক্ষেত্রে চিন্তা নেই! মনে রাখবেন সময় যত কঠিন হোক, শনির দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার উপায়ও আছে। শনিবার পালন করুন বিশেষ কয়েকটা নিয়ম। যেমন, কালো তিল বা সরষের তেল দান করুন। দরিদ্র মানুষকে খাবার বা জামা দান করুন। "ওম শাম শনিশ্চরায় নমঃ" মন্ত্র ১০৮ বার জপ করুন।
সাড়েসাতি এবং ঢাইয়া চলাকালীন প্রতি মঙ্গল ও শনিবার হনুমান চালিশা পাঠ করুন। হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুর ও তেল দান করুন। এই সময়কালে নীলম বা গোমেদ রত্ন পরা যেতে পারে, তবে জ্যোতিষীর পরামর্শ নিয়ে পরবেন।
আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই সময়ে কয়েকটা জিনিস একেবারেই করবেন না। তার মধ্যে প্রথম অন্যকে কষ্ট দেবেন না। অন্যায় করা বা অন্যায় পথে টাকা রোজগার করা, অহংকার করা– এগুলোতে শনিদেবের কুদৃষ্টি কিন্তু তীব্র হয়। আর দান-ধ্যান পরিশ্রম করলে শনির কুদৃষ্টি ধীরে ধীরে কমে।
এবার জানিয়ে রাখি সময়টা। আজ, ২৯ মার্চ ২০২৫, ভারতীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে এবং ২২ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত মীন রাশিতেই অবস্থান করবে। ২৩ ফেব্রুয়ারি ২০২৮, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে শনি পরবর্তী মেষ রাশিতে গমন করবে।
সেক্ষেত্রে যদি ফলের কথা বলা হয়, জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহের সপ্তম দৃষ্টি ছাড়াও তৃতীয় এবং দশম দৃষ্টি দানের বিশেষ ক্ষমতা আছে। বিশেষ দৃষ্টির কারণে মীন রাশি ছাড়াও বৃষ, কন্যা এবং ধনু রাশির জাতক-জাতিকারা শনির রাশি পরিবর্তনের কারণে বিশেষভাবে প্রভাবিত হবেন এবং সিংহ, মিথুন, ধনু ও মীন রাশির কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন