Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ক্রিকেটে কামব্যাক করে পুরস্কার পাচ্ছেন ঋষভ পন্থ

 

Rishabh-Pant

সমকালীন প্রতিবেদন : ভারতীয় দলের অন্যতম অমূল্য সম্পদ ঋষভ পন্থ। তাঁর জীবনের লড়াইয়ের গল্প কমবেশি সকলেরই জানা। আর সেই লড়াইয়ে হার না মানার স্বীকৃতিস্বরূপ কামব্যাক অফ দ্য ইয়ার বিভাগে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীত করা হয়েছে তাঁকে। এই ক্যাটাগরিতে মোট ৬ জন খেলোয়াড় মনোনীত হয়েছেন। 

ঋষভ পন্থই দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার, যিনি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। ২০২০ সালের শুরুর দিকে সচিন তেন্ডুলকরকে স্পোর্টিং মোমেন্ট বিভাগে মনোনীত করা হয়েছিল। এছাড়া ভারতের চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পন্থ এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সচিন, ঋষভ ছাড়াও নীরজ চোপড়া এবং ভিনেশ ফোগটও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে রুরকির কাছে হাইওয়েতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ। এই দুর্ঘটনায় তাঁর মাথায়, হাঁটুতে, কাফ মাসেলে এবং পিঠে গুরুতর চোট লেগেছিল। এর পর প্রায় ১৫ মাস ২২ গজ থেকে দূরে ছিলেন তিনি। ক্রিকেটে ফিরতে এই ১৫ মাস অনেক কঠিন লড়াই করেছেন পন্থ। 

শেষমেষ ২০২৪ সালের মার্চ মাসে আইপিএলের হাত ধরে ফের ক্রিকেট মাঠে ফেরেন তিনি। তারপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলেও সুযোগ পান তিনি। তার পর জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেও প্রত্যাবর্তন করেন। এমন পরিস্থিতিতে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া অনেক বড় সম্মানের পন্থের কাছে।

প্রসঙ্গত, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ক্রীড়া জগতের কৃতিত্বকে সম্মানিত করে। একে বলা হয় ক্রীড়া জগতের অস্কার। এই অনুষ্ঠানটি ২০০০ সালে শুরু হয়েছিল। এবার ২৫তম বছরে পড়ল এই পুরস্কার। এবার জিমন্যাস্টিকস-এ এই পুরস্কার পাচ্ছেন ব্রাজিলের খেলোয়াড় রেবেকা আন্দ্রাদ। 

এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদ ক্যালেব ড্রেসেল সাঁতার বিভাগে পাচ্ছেন এই সম্মান। পাশাপাশি আলপাইন স্কিইং বিভাগে এই সম্মানে সম্মানিত হচ্ছেন সুইৎজারল্যান্ডের লারা গুট-বারহামি। স্পেনের মার্ক মার্কেজ এই সম্মান পাচ্ছেন মোটরসাইকেল রাইডিং বিভাগে। ক্রিকেট থেকে ভারতের ঋষভ পন্থকে এই সম্মান দেওয়া হচ্ছে। এছাড়াও, অস্ট্রেলিয়ার আরিয়ান টিটমাসকে সাঁতার বিভাগে দেওয়া হচ্ছে এই বিশেষ পুরস্কার। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন