Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আইপিএলের ক্ষেত্রে আরপিপি আসলে কি?

 

Registered-Player-Pool

সমকালীন প্রতিবেদন : আইপিএলের শুরু থেকে চালু রয়েছে একটি নিয়ম। যে নিয়মটা আইপিএলে যথেষ্ট গুরুত্বপূর্ণও। তবে, এই ১৭ বছরে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও দলকেই এই নিয়ম কাজে লাগাতে দেখা যায়নি। ফলে ফায়দাও তুলতে পারেনি দল। এমনকি এই নিয়ম কাজে লাগালে লাভবান হতে পারবেন একজন ক্রিকেটারও।

আসলে আইপিএলের 'রেজিস্টার্ড প্লেয়ার পুল’ বা 'আরপিপি' থেকে 'আংশিক সময়ের পরিবর্ত ক্রিকেটার’ নেওয়ার নিয়ম নিয়েই বেসিক্যালি এতো কথা। মোদ্দা কথা, আরপিপি থেকে কোনও ক্রিকেটারকে যে কোনও সময় নেওয়া যাবে। নিতে পারবে দল। তবে, আইপিএল এর সঙ্গে তিনি পুরোপুরি জুড়ে যেতে পারবেন না। 

নিয়ম মেনে প্রতিযোগিতার নির্দিষ্ট কিছুটা সময়ই তিনি খেলতে পারবেন। তার পর সেই ক্রিকেটারকে ছেড়ে দেবে দলগুলো। এই নিয়মের ব্যবহার হলে আরপিপিতে থাকা ক্রিকেটাররাও আইপিএলের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু এই যে পরিবর্ত ক্রিকেটার নেওয়ার বিষয়টা, সেটা দল কোন ক্ষেত্রে নিতে পারবে? 

ধরুন, কোনও আইপিএলের দু’টো ম্যাচ হওয়ার পর একটা দলের সব উইকেটকিপারই চোট পেয়েছেন। পরের ম্যাচে উইকেটকিপার হিসাবে খেলার মতো জায়গায় কেউই নেই। ফলে সেই এমার্জেন্সি সিচুয়েশনে আরপিপি থেকে একজন উইকেটকিপার নিতে পারে সংশ্লিষ্ট সেই দল। যত দিন না দলের অন্তত একজন উইকেটকিপার সুস্থ হচ্ছেন, ততদিন আরপিপি থেকে নেওয়া উইকেটকিপারই খেলতে পারেন। সেটা একটা ম্যাচ হতে পারে বা দু’টো। আবার দশটাও। 

তবে একবার নেওয়ার পর প্রতিযোগিতার পুরো সময়টা তিনি খেলতে পারবেন না। এখন প্রশ্ন হল, দলের কাছে এত ভালো একটা অপশন থাকার পরেও দল সেটাকে এতগুলো বছরে কেন কাজে লাগালো না? আসলে প্রতিটা দলেই একাধিক বিকল্প থাকায় আরপিপি থেকে আংশিক সময়ের ক্রিকেটার নিতে ইচ্ছুক হয়নি তারা। 

তবে প্রতিযোগিতার মাঝে কেউ চোট পেয়ে বাকি মরসুম থেকে ছিটকে গেলে, তাঁর জায়গায় বিকল্প ক্রিকেটার নেওয়া হয়েছে। কিন্তু এবার যাতে এই নিয়মের ব্যবহার করা যায়, সেই বিষয়টা আরো একবার দলগুলোকে মনে করিয়ে দিয়েছে বিসিসিআই। একইসঙ্গে আরপিপি-তে কারা রয়েছেন, সেই লিস্টও পাঠিয়ে দেওয়া হয়েছে। 

তবে এই আংশিক সময়ের পরিবর্ত ক্রিকেটার নেওয়ার কিছু নিয়ম রয়েছে। সেক্ষেত্রে জানানো হয়েছে, আরপিপি থেকে কোনও ক্রিকেটার নিতে গেলে আগে বোর্ডকে জানাতে হবে। অনুমতি পাওয়া গেলে তবেই পছন্দের ক্রিকেটার নেওয়া যাবে। এত গুরুত্বপূর্ণ একটা নিয়ম যা ১৭ বছরে কাজে লাগলো না, সেটার যথাযথ ব্যবহার এবার হয় কিনা, সেটাই দেখার অপেক্ষা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন