Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আইপিএল-এর ইতিহাসে বিরল রেকর্ড নাইটদের

 

Rare-record-of-knights

সমকালীন প্রতিবেদন : আইপিএল ২০২৫-এ জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে আট উইকেটে হারিয়েছে নাইট ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ১৫১ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেকেআর। কিন্তু জানেন কি, আইপিএল-এর ইতিহাসে রান তাড়া করতে নেমে সবথেকে বেশিবার জয়ের রেকর্ডও রয়েছে নাইটদের নামেই! না জানলে প্রতিবেদনের বাকি অংশ থেকে জেনে নিন নাইটদের এই বিরল নজির সম্পর্কে।

২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই থেকে এখনও আইপিএল-এর ১৮টি সিজনে মোট ২৫৯টি ম্যাচ খেলে ১৩২টি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। হেরেছে ১২১টি এবং অমীমাংসিত থেকেছে ছ’টি ম্যাচ। কিন্তু ১৩২ ম্যাচে জয়ের মধ্যে বেশিরভাগটাই রান তাড়া করে জিতেছে কেকেআর। 

পরিসংখ্যান বলছে, আইপিএল-এর ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স যে ১৩২ ম্যাচে জিতেছে, তার মধ্যে ৭৯টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। এই তথ্যের নিরিখে যদি আমরা একটি তালিকা তৈরি করি, তাহলে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নীতা আম্বানির মালিকানাধীন দল মোট ১২৭টি ম্যাচে জিতেছে, যার মধ্যে রান তাড়া করে জয় এসেছে ৭১ ম্যাচে। 

তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। হলুদ ব্রিগেড ১০৮টি জয়ের মধ্যে দ্বিতীয় ব্যাটিং করে জিতেছে ৬৯টি ম্যাচ। সম্প্রতি, কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিট্যালস, যারা ১৪০ জয়ের মধ্যে রান তাড়া করে জিতেছে ৬৭টি ম্যাচে। 

এরপর রয়েছে রাজস্থান রয়্যালস, তারা জিতেছে ৬৭টি ম্যাচে। রান তাড়া করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬৫টি ম্যাচ, পঞ্জাব কিংস জিতেছে ৫৯টি ম্যাচ, সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৪৩টি ম্যাচ, গুজরাত টাইটান্স জিতেছে ১৭টি ম্যাচ এবং লখনউ সুপার জায়ান্টস জিতেছে ৮টি ম্যাচ। অর্থাৎ এই নিরিখে সবাইকে পিছনে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন