Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নাইট শিবিরকে ভালোবেসে থেকে গেছেন রমনদীপ

 

Ramandeep-Singh

সমকালীন প্রতিবেদন : আইপিএলে যখন টাকা আর চাহিদার দাপট সবচেয়ে বেশি, তখন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত গড়লেন নাইট শিবিরের তরুণ তুর্কি রমনদীপ সিং। ১০ কোটির প্রস্তাব ছিল তাঁর সামনে, কিন্তু টাকার মোহ তাঁকে দলে টানতে পারেনি। কেকেআরের প্রতি তাঁর আনুগত্যই ছিল প্রধান। এই অলরাউন্ডার স্পষ্ট জানিয়েছেন, টাকার জন্য ফ্র্যাঞ্চাইজি বদলানো তাঁর ধাতে নেই। 

আইপিএলের মেগা নিলামের আগেই ৪ কোটি টাকায় রমনদীপকে ধরে রাখে কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চলতি আইপিএলের প্রথম ম্যাচেও তিনি দলে ছিলেন। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রমনদীপ অকপটে স্বীকার করেছেন, অনেক ফ্র্যাঞ্চাইজি তাঁকে ১০ কোটি টাকা পর্যন্ত অফার করেছিল। তবে সেই লোভনীয় প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।

রমনদীপ বলেন, “যে ফ্র্যাঞ্চাইজি আমার পাশে থেকেছে, তাদের ছেড়ে যাওয়া উচিত নয়। শুধুমাত্র টাকার জন্য কেউ যদি দল বদলায়, তাহলে সেটা ভালো দৃষ্টান্ত নয়। কেকেআরে আমি শুধু অর্থের জন্য খেলি না। আমার স্বপ্ন ভারতের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতা।” রমনদীপের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় যে, কেকেআরের হয়ে খেলার প্রতি তাঁর ভালোবাসা কতটা গভীর। 

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করলেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে যখন মাত্র ২০ লক্ষ টাকায় দলে নেয়, তখন থেকেই এই ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর আত্মীয়তা তৈরি হয়। যদিও তিনি নাম প্রকাশ করেননি, তবে জানা যাচ্ছে, একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে ১০ কোটি টাকা পর্যন্ত অফার করেছিল। 

কারা তাঁকে এত বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল, বা কোন কোন ক্রিকেটার কেবল অর্থের জন্য দল বদলায়, সে বিষয়ে মুখ খোলেননি রমনদীপ। তবে তাঁর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। কেকেআর সমর্থকরাও রমনদীপের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। 

কেকেআর শিবিরে এমন এক নিবেদিতপ্রাণ ক্রিকেটার থাকাটা নিঃসন্দেহে দলের জন্য বড় আশার খবর। এখন দেখার, আইপিএলের বাকি অংশে তিনি মাঠে কতটা প্রভাব ফেলতে পারেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন