Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

 ‌

RG-Kar-case

সমকালীন প্রতিবেদন : ‌আরজি কর কান্ডের মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। নিহত চিকিৎসকের বাবা-মায়ের আবেদনকেই শেষমেশ সোমবার মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতার মা-বাবার আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের এই সিদ্ধান্ত। সোমবার সকালে এই মামলার শুনানিতে এমনই জানিয়ে দিল দেশের সর্বচ্চ আদালত।

অভয়ার মা-বাবার আবেদন ছিল, সুপ্রিম কোর্টের শুনানিতে বারবার দিল্লি যাওয়া অসুবিধার, তাই তাঁদের মামলার শুনানি কলকাতা হাই কোর্টে হলে তাতে অংশ নেওয়া অনেক সহজ হবে। এদিন পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দী এই বিষয়টি তুলে ধরেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে। আর তাতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, এবার এই মামলার শুনানি হতে পারবে হাই কোর্টে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই। তাতে আর কোনও বাধা নেই। এই নির্দেশে স্বস্তিতে অভয়ার পরিবার। মেয়ের সুবিচারের জন্য আরও দৃঢ়তার সঙ্গে তৈরি হচ্ছেন নির্যাতিতার মা-বাবা।

তাঁদের বক্তব্য, 'মেয়ের জন্য লড়াই চলবেই। সিবিআই দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিক। অন্যান্য দোষীরা ধরা পড়ুক।'‌ প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট থেকে পদোন্নতির পর সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বর্ষীয়ান বিচারক জয়মাল্য বাগচী। প্রথম দিনই আর জি করের মতো হাইপ্রোফাইল মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে যোগ দিয়েছেন তিনি। এদিন তাঁর উপস্থিতিতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মামলা শোনে।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণীর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় সংস্থার তদন্তের ধরন নিয়ে শুরু থেকে বেশ কিছু আপত্তি তুলেছিল নির্যাতিতা চিকিৎসকের পরিবার। সিবিআই তদন্ত নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল নির্যাতিতার বাবা-মাকে। শেষমেষ মেয়ের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা-মা। আদালত যাতে তাঁদের মেয়ের মৃত্যুতে নতুন করে তদন্তের নির্দেশ দেয়, সে ব্যাপারে আবেদন জানান নিহত চিকিৎসকের বাবা-মা।

সিবিআই-এর তদন্তে অসন্তোষপ্রকাশ করে অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো, মূল অপরাধী সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা-সহ একাধিক দাবি করে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করে অভয়ার পরিবার। কিন্তু বিচারপতি ঘোষ জানান, এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না।

এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা-বাবা। কলকাতা হাইকোর্টে শুনানি হলে তাঁদের সুবিধার কথা জানান। সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী করুনা নন্দী জানান, নির্যাতিতা চিকিৎসকের পরিবারের নতুন পিটিশনের শুনানি কলকাতা হাইকোর্টে হলে সুবিধা হয়। নির্যাতিতার বাবা-মায়ের পক্ষে কলকাতা থেকে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেওয়ার ক্ষেত্রে খরচ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে বলে আইনজীবী জানান। 

এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে শুনানি হলে নির্যাতিতার পরিবার উপকৃত হবেন বলে তিনি জানান। এরপরেই সুপ্রিম কোর্ট নির্যাতিতার পরিবারের সেই আবেদনকে এদিন মান্যতা দিল। ফলে কলকাতা হাইকোর্টেই এবার আরজি কর মামলার শুনানি হবে। নিহত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের দায়ের করা নতুন করে মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে। এদিকে, সুপ্রিম কোর্টে আর জি করের ঘটনা নিয়ে যে স্বতঃপ্রণোদিত মামলা চলছিল, তার শুনানি হবে মে মাসের ১৩ তারিখ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন