Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৬ মার্চ, ২০২৫

এবারের আইপিএল-এ আবার কি রাজা বিরাটের মাথায় উঠবে অরেঞ্জ মুকুট?

 

Orange-Cap

সমকালীন প্রতিবেদন : ‌গত শনিবার শুরু হয়েছে আইপিএল-২০২৫। নতুন মরশুম, এদিক ওদিক হয়েছে প্রায় সবকটি দলই। অনেকের পারফরম্যান্স আগের চেয়েও ভাল। অনেকের গতবারের মতোই। যেমন গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের প্রথম ম্যাচেই হেরেছে। আবার বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম ম্যাচেই জয় পেয়েছে। 

এদিকে আবার প্রথম ম্যাচে মুম্বই হেরেছে, চেন্নাই জিতেছে। ওদিকে শুরুতেই হেরেছে রাজস্থান, জিতেছে সানরাইজার্স। কিন্তু এই মরশুম অর্থাৎ, ২০২৫-এ অরেঞ্জ ক্যাপ জিততে পারেন কারা? সর্বোচ্চ রান থাকবে কার ঝুলিতে? চলুন কিছু সম্ভাব্য নাম নিয়ে আলোচনা করা যাক। তালিকায় প্রথমেই রয়েছে অভিষেক শর্মার নাম। 

ভারতের এই তরুণ ব্যাটসম্যান আইপিএল খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।  ২০২৪ আইপিএলে মাত্র ২০৪ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবছর আরও বিধ্বংসী ফর্মে থাকার আশা করা হচ্ছে। যদিও প্রথম ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি অভিষেক। তালিকার পরবর্তী নাম ট্রাভিস হেড। 

এই অজি ব্যাটসম্যান সানরাইজার্স হায়দরাবাদের ভয়ঙ্কর ওপেনিং জুটির একজন। গতবারের মতো এবারও ঝোড়ো ব্যাটিংয়ে অরেঞ্জ ক্যাপের দাবিদার তিনি। ইতিমধ্যে প্রথম ম্যাচে ঝড়ো হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ফর্মের ইঙ্গিত দিয়েছেন হেড। এছাড়াও, এবার অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার হতে পারেন গুজরাট টাইটান্স দলের শুভমান গিল। 

২০২৩ সালের আইপিএল মরশুমে অরেঞ্জ ক্যাপ জয়ী গিল এবছর গুজরাত টাইটান্সের অধিনায়ক। তিনি এবারের মরশুমেও বড় রান তোলার লক্ষ্যে মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে। তালিকার আর এক ভারতীয় তরুণ হলেন যশস্বী জয়সওয়াল। তিনিও পেতে পারেন অরেঞ্জ ক্যাপ। ২৩ বছর বয়সি এই প্রতিভাবান ব্যাটসম্যানও বড় স্কোর করতে পারেন এবার। রাজস্থান রয়্যালসের ওপেনার হিসেবে নজর কাড়তে পারেন তিনি। 

তবে এই তালিকা যে নাম ছাড়া অসম্পূর্ণ, তিনি হলেন বিরাট কোহলি। ২০২৪-এর অরেঞ্জ ক্যাপ জয়ী কোহলি নতুন উদ্যমে নামছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আশা করা যাচ্ছে, এবারও প্রচুর রান করবেন। ইতিমধ্যে প্রথম ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছে একটি ঝকঝকে ৫৯ রানের ইনিংস। কিন্তু বিরাট কি এবার অরেঞ্জ ক্যাপ জিততে পারবেন? এই উত্তরটা দেবে সময়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন