সমকালীন প্রতিবেদন : গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার বাড়তি উদ্দীপনা নিয়ে খেলতে নামবে আইপিএল-এর ময়দানে। দল, অধিনায়ক, কোচ বদলে গেলেও বদলায়নি নাইটদের স্পিরিট। নতুন কোচ ব্র্যাভোর সঙ্গে নতুন অধিনায়ক রাহানের কেমিস্ট্রিও বেশ জমে উঠেছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে নাইটদের এবারের অভিযান।
এই ম্যাচে কেকেআর যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন মরশুমে খেলতে নামবে, সেখানে আরসিবি ফের একবার ট্রফি জয়ের লক্ষ্যে নামবে নতুনভাবে। কিন্তু ম্যাচের আগে স্নায়ুর অঙ্কে এগিয়ে কারা? সেটা এবার জেনে নেওয়া যাক। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে কেকেআর এবং আরসিবি।
তার মধ্যে কেকেআর ২০ বার জয় ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এই বিষয়ে কিন্তু টেক্কা দিয়েছে কোহলির দলকে। আরসিবি সেখানে ১৪ ম্যাচে এখনও পর্যন্ত নাইটদের হারাতে পেরেছে। গত মরশুমে দুটো সাক্ষাতেই কেকেআর আরসিবিকে হারিয়ে দিয়েছিল। যার ফলে টানা চারটি জয় আরসিবির বিরুদ্ধে ছিনিয়ে নিয়েছিল কেকেআর শেষ সাত সাক্ষাতে।
আরসিবি মাত্র ১টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল। এই ম্যাচটি তাই আরসিবির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। নতুন মরশুমে কেকেআর অজিঙ্কা রাহানের নেতৃত্বে খেলতে নামবে। এবার নিলামে দ্বিতীয় পর্বে দেড় কোটি টাকা খরচ করে রাহানেকে দলে নিয়েছিল কেকেআর। অগাধ অভিজ্ঞতার জন্যই ক্যাপ্টেন্সির ব্যাটন পেয়েছেন রাহানে। তিনি কতটা তা কাজে লাগাতে পারেন, তা দেখার।
অন্যদিকে, আরসিবি এবার রজত পাতিদারের নেতৃত্বে খেলতে নামবে আইপিএলে। তবে আরসিবি স্কোয়াডে এবার রয়েছেন ভুবনেশ্বর কুমারের মতো বোলার। বিরাট ও ভুবনেশ্বর ফের একবার একসঙ্গে খেলবেন। এদিকে আবার ডোয়েন ব্র্যাভোর মুখে শাহরুখ খানের উচ্ছ্বসিত প্রশংসা। শাহরুখের দলের সঙ্গে আগেও যুক্ত হয়েছেন বিশ্বের অন্যান্য প্রান্তের টি-২০ লিগে। আইপিএলে এই প্রথম।
ডি জে ব্র্যাভো বলছেন, 'শাহরুখের মতো বস পাওয়া বিরাট ব্যাপার। ক্রিকেট নিয়ে ভীষণ আগ্রহী। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পর আইপিএলে সবচেয়ে সফল দল হল কেকেআর। এরকম দলের সব সময় ভাল কিছু করার সুযোগ থাকে।' এখন এটাই দেখার যে, এবারের আইপিএলে শেষপর্যন্ত নাইটরা কেমন পারফর্ম করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন