Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

কোচিং শুরুর আগেই প্রাক্তন কোচের শরণাপন্ন নাইট মেন্টর ব্র্যাভো

 

Knight-Mentor-Bravo

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স। তিন বার ট্রফি জিতেছে তারা। আর তিনবারই ট্রফি জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর। ২০১২ সালে প্রথমবার আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। 

এরপর ২০১৪ সালে ফের গৌতম গম্ভীরের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় কেকেআর। দীর্ঘদিন ধরে ট্রফি আসছিল না। গত মরসুমে গৌতম গম্ভীরকে মেন্টর করে আনে কেকেআর। সাফল্যও হাতেনাতে। দীর্ঘ এক দশকের ব্যবধানে আইপিএল জেতে কেকেআর। এবার অবশ্য কোচিং টিমে বদল হয়েছে। মেন্টর হিসেবে যোগ দিয়েছেন ব্র্যাভো।

কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীর ছিলেন মেন্টর। কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং সহকারী অভিষেক নায়ার। গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর অভিষেক নায়ারকেও জাতীয় দলে নিয়েছেন। কেকেআরের কোচ চন্দ্রকান্তই রয়েছেন। তবে সহকারী হিসেবে যোগ দিয়েছেন ওটিস গিবসন। 

মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়েন ব্র্যাভোকে। আইপিএলের মেগা অকশন টেবিলেও ছিলেন কেকেআর মেন্টর। নতুন মরসুমের আগে প্রথম সাংবাদিক সম্মেলন করলেন। ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিস শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ব্র্যাভোকে প্রশ্ন করা হয়, তিনিও গৌতম গম্ভীরের পথেই চলবেন কি না। 

ব্র্যাভো বলেন, ‘আমরা মোটামুটি একই দল ধরে রেখেছি। যাদের রিটেন করা যায়নি, মেগা অকশনেও চেষ্টা করেছি তাদের নেওয়ার। সকলকে নিতে না পারলেও আমরা কোর টিমটা ধরে রাখতে পেরেছি। দেখুন আগের বারই এই টিম সাফল্য পেয়েছে। আমিও সেই ফর্মুলাই অনুসরণের চেষ্টা করব।’ 

গৌতম গম্ভীরের পথেই যে তিনি কেকেআরকে এগিয়ে নিতে চাইছেন, এই কথাতেই যেন পরিষ্কার। গৌতম গম্ভীর অ্যাটাকিং ক্রিকেটই পছন্দ করতেন। ফল যাই হোক, খেলার স্টাইল বদলাতেন না। ভরসা রেখেছিলেন। সেই ফর্মুলাতেই গতবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন