Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

উদ্বোধনী ম্যাচে কাকে মাঠে নামাবে কেকেআর?

 

KKR-in-opening-match

সমকালীন প্রতিবেদন : আইপিএলের দামামা বেজে গিয়েছে শহর কলকাতায়। বুধবার শিবির শুরু করে ফেলেছে কেকেআর। অনুশীলনের আগে উইকেট পুজো করলেন অজিঙ্ক রাহানে-চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে এবার আইপিএলে কেকেআর শিবিরকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন ডিজে ব্র্যাভো। 

গোটা মরশুমজুড়ে দল যেন আনন্দে মেতে থাকে, তার জন্য বিরাট পরিকল্পনা সেরে ফেলেছেন নাইটদের নতুন মেন্টর। এবার তিনি নতুন রূপে গান বেঁধেছেন সমর্থকদের জন্য। 'করব লড়ব জিতব রে' গানের নতুন ভার্সন সামনে আনতে চলেছেন নাইটদের নতুন গুরু ডিজে ব্র্যাভো। 

তবে শুধু কোচ নয়, ক্যাপ্টেন্সিতেও নতুনত্বের ছোঁয়া রেখেছে নাইট শিবির। কিছুদিন আগেই অজিঙ্কা রাহানের হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ব্যাটন। সম্প্রতি আবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর ব্যাখ্যা করেছেন যে, কেন তারা রেকর্ডমূল্যে বেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরালেও, তাঁর বদলে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে কেকেআর-এর অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। 

অধিনায়কত্বের ঘোষণার আগে, রাহানে ও আইয়ারকে নিয়ে নানা জল্পনা চলছিল। মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকায় ছিলেন না এবং মেগা নিলামে অংশ নিয়েছিলেন। কিন্তু এই মরশুমে কেমন হবে কেকেআর-এর প্লেয়িং ইলেভেন? 

এই নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। তবে বিশেষজ্ঞরা ইতিমধ্যে নাইটদের প্রথম একাদশের একটা ইঙ্গিত দিয়েই রেখেছেন নিলামের টেবিল থেকেই। মনে করা হচ্ছে, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে শক্তিশালী প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স। 

সেক্ষেত্রে দলে থাকার সম্ভাবনা রয়েছে কুইন্টন ডি কক, মনীশ পান্ডে, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং হর্ষিত রানার। তবে শেষমেষ কাকে মাঠে নামানো হয়, আর কাকে রাখা হয় ড্রেসিং রুমে, সেটার উত্তর দেবে সময়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন