Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আইপিএল-এর পরিসংখ্যান অনুযায়ী ততটা সফল নন কেকেআরের ক্যাপ্টেন রাহানে

 

KKR-captain-Rahane

সমকালীন প্রতিবেদন : ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবারের কেকেআর দলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নেতৃত্বের ক্ষেত্রে। শ্রেয়স আইয়ারকে রিলিজ করার পর কেকেআর ফ্র্যাঞ্চাইজি নতুন অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে নির্বাচিত করেছে। 

অজিঙ্কা রাহানে ভারতের ক্রিকেটে পরিচিত এক নাম। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ছিলেন না, তবে ঘরোয়া ক্রিকেটে তিনি দারুণ ফর্মে ছিলেন। এই ধারাবাহিকতা বজায় রেখেই এবার কেকেআরকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব নিতে চলেছেন তিনি। রাহানে ইতিমধ্যেই আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। 

এখনও পর্যন্ত তিনি ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে মাত্র ৯টি ম্যাচে জয় পেয়েছেন এবং ১৬টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ব্যাটসম্যান হিসেবে অধিনায়কত্ব করার সময় তাঁর পরিসংখ্যান খুব বেশি চিত্তাকর্ষক নয়—২৪ ইনিংসে ২৫-এর সামান্য বেশি গড় এবং ১২২.২২ স্ট্রাইক রেটে ৫৮৩ রান করেছেন, যেখানে রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ স্কোর ৭০ রান।

এদিকে, কেকেআর ইতিমধ্যে তিনবার আইপিএল ট্রফি জিতেছে। ২০১২, ২০১৪, এবং ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। গত মরসুমে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার এবং তাঁর অধীনে কেকেআর শিরোপা ঘরে তুলেছিল। তবে মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা অনেক সমর্থককে অবাক করেছে। 

এবার দায়িত্ব রাহানের কাঁধে। যদিও অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড খুব ভালো নয়, তবুও সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার কারণে কেকেআর তাঁকে এই দায়িত্ব দিয়েছে। ঘরোয়া ক্রিকেটে রাহানে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং বিধ্বংসী ব্যাটিং করেছেন। ফলে কেকেআর শিবির আশা করছে, তিনি সেই ফর্ম আইপিএলেও ধরে রাখতে পারবেন। 

যদিও আইপিএল শুরু হওয়ার আগেই রাহানে কেকেআর দলে যোগ দিয়েছেন এবং কঠোর অনুশীলন করছেন। অনুশীলনে তাঁকে ফিটনেস ও ব্যাটিং দক্ষতা নিয়ে বিশেষভাবে কাজ করতে দেখা যাচ্ছে। নতুন মরশুমে তাঁর সামনে দুই ধরনের চ্যালেঞ্জ থাকবে—একদিকে দলকে নেতৃত্ব দেওয়া, অন্যদিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন