Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

পিছিয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ

 

KKR-Match

সমকালীন প্রতিবেদন : রামনবমীর দিনে ইডেনে হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। সেদিন যে ম্যাচ ছিল, সেটা দু'দিন পিছিয়ে গেল। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হচ্ছে। 

আগামী ৮ এপ্রিল, মঙ্গলবার সেই ম্যাচ হবে। দুপুর ৩ টে ৩০ থেকে ইডেনে ম্যাচটি শুরু হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। যদিও টুর্নামেন্টের বাকি সূচিতে কোনও হেরফের করা হয়নি। প্রাথমিকভাবে যে সূচি প্রকাশ করা হয়েছিল, সেটা ধরেই বাকি সব ম্যাচ হবে।

কিন্তু কেকেআরের ম্যাচ পিছিয়ে যাওয়ায় ৮ এপ্রিল কলকাতায় আগামী ১১ এপ্রিল চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে নামতে হবে নাইট ব্রিগেডকে। ৩ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ আছে। নয়া সূচি অনুযায়ী, ৮ এপ্রিল লখনউয়ের বিরুদ্ধে নামবে কেকেআর। 

আর ১১ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহারণ আছে। তবে সবকিছুর শেষে কেকেআর ফ্যানরা স্বস্তি পেয়েছেন যে, ম্যাচটি কলকাতা থেকে সরে যায়নি। একটা সময় জল্পনা ছড়িয়েছিল যে, কলকাতা থেকে ম্যাচটা গুয়াহাটিতে চলে যাবে। যা কেকেআর ফ্যানদের জন্য বড় ধাক্কা ছিল। বড় ধাক্কা ছিল লখনউয়ের জন্যও। 

কারণ লখনউ যখন কেকেআরের বিরুদ্ধে ইডেনে খেলতে নামে, তখন সাধারণত সবুজ-মেরুন জার্সি পরে নামে। মোহনবাগানের ভাবাবেগকে হাতিয়ার করে ইডেনে সমর্থন আদায়ের চেষ্টা করে লখনউ। সেই পরিস্থিতিতে বিসিসিআইয়ের সিদ্ধান্তে যেমন কেকেআর খুশি হয়েছে, তেমনই স্বস্তি পাবে সঞ্জীব গোয়েঙ্কার দলও। যদিও আপাতত সেইসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না কেকেআর এবং লখনউ। 

৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ আছে। অন্যদিকে ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে লখনউ। ৪ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে নামবে। তাই আপাতত এই দুই আসন্ন বাইশ গজের সংগ্রামে মনোনিবেশ করতে চাইছে নাইট শিবির। এখন এটাই দেখার যে, নাইটরা পরের ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে কতটা উন্নতি করতে পারে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন