Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি উঠল ভারতের হাতে

 

India-wins-Champions-Trophy

সমকালীন প্রতিবেদন : ২৫ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের হাতে। রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত। যদিও যতটা সহজে জেতা উচিত ছিল, তা হল না। নিউজিল্যান্ডও লড়াই করল। কিন্তু শেষ পর্যন্ত পারল না। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা। ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। সেই হারের বদলা নিলেন রোহিতেরা। 

গত বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত। কোচ হিসাবে সফল গৌতম গম্ভীর। নিজের প্রথম আইসিসি ট্রফিতেই দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও টস জিততে পারলেন না রোহিত। ফাইনালেও সেই ছবি দেখা গেল। একদিনের ক্রিকেটে টানা টস হারের নজির গড়লেন ভারত অধিনায়ক। 

তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি ভারতের। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন রোহিত। যদিও প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নিউজিল্যান্ড। তবে কিউয়ি দুর্গ ভাঙেন কুলদীপ যাদব। একসঙ্গে দেন জোড়া ধাক্কা। পর পর উইকেট পড়তে থাকায় জুটি গড়ার দরকার ছিল নিউজিল্যান্ডের। সেই কাজটা করেন ড্যারিল মিচেল। তবে শেষমেষ ২৫১ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। 

জবাবে ২৫২ রান তাড়া করতে নেমে আগ্রাসী ইনিংস খেললেন রোহিত। ছক্কা দিয়ে ইনিংস শুরু করেন তিনি। নিউজিল্যান্ডের পেসারদের বিরুদ্ধে হাত খুলে খেলেন তিনি। শেষ পর্যন্ত ৭৬ রান করে রাচিনের বলে আউট হন তিনি। তবে এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। ফিলিপসের দুর্দান্ত ক্যাচে আউট হন শুভমনও।

তবে ভারত ক্রমশ জয়ের দিকে এগোলেও হাল ছাড়েনি নিউজিল্যান্ড। ভাল বল করছিলেন স্পিনারেরা। কিন্তু চাপে পড়লেও খেই হারায়নি ভারত। লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া নিজেদের অভিজ্ঞতা দেখালেন। শেষমেষ হার্দিক আউট হলেও জিততে সমস্যা হল না ভারতের। ৪ উইকেটে জিতলেন রোহিতেরা। জাডেজার শট বাউন্ডারি পার হতেই হাসি ফুটল ভারতীয় সমর্থকদের মুখে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন