সমকালীন প্রতিবেদন : ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য টার্গেট ২৫২ রান। শেষ ওভারে মহম্মদ শামি বোলিং করলেন। দিলেন ১২ রান। এই ওভারে নিজের অর্ধশতরান পূরণ করলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকলেন।
এদিন টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে তুলল ২৫১ রান। কিউয়িদের হয়ে অর্ধশতরান ডারিল মিচেল এবং ব্রেসওয়েলের। ভারতের হয়ে জোড়া উইকেট নিলেন বরুণ এবং কুলদীপ। একটা সময় দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ড হয়ত ২৫০ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু ডারিল মিচেলের ধৈর্যশীল ইনিংসের সঙ্গে মাইকেল ব্রেসওয়েলের অনবদ্য অর্ধশতরানে ভদ্রস্থ স্কোরে পৌঁছায় কিউয়িরা। এই রানকে পুঁজি করে নিউজিল্যান্ড অন্তত লড়াই ছুঁড়ে দিতেই পারবে ভারতের বিপক্ষে।
ওভারের শেষ বলে মিড উইকেটের দিকে শট খেললেন মিচেল স্যান্টনার। ২ রান নেওয়ার চেষ্টা করলেন তিনি, যাতে শেষ ওভারে ব্রেসওয়েল স্ট্রাইক পান। কিন্তু বিরাটের থ্রোতে আউট হয়ে গেলেন স্যান্টনার। এই ওভারে হার্দিককে ছয় মারেন ব্রেসওয়েল। মহম্মদ শামির এই ওভার থেকে এল ১১ রান। পঞ্চম বলে শামিকে উইকেটের পিছনে চার মারলেন মাইকেল ব্রেসওয়েল। এরপর বোলিংয়ে আসেন হার্দিক পাণ্ডিয়া।
এদিন মহম্মদ শামির ওভারের প্রথম বলে মিড উইকেটের দিকে চার মারার পর দ্বিতীয় বলে ২ রান নেন ডারিল মিচেল। এরপর তৃতীয় বলে ফাইন লেগে চার মারার পর চতুর্থ বলে আউট হন মিচেল। রোহিত শর্মার হাতে ধরা দিলেন। ১০১ বলে ৬৩ রানে আউট হন মিচেল। এই ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল নিউজিল্যান্ড। তখন বাকি আরও পাঁচ ওভার। এই ওভার থেকে এসেছে পাঁচ রান।
৪২তম ওভারে বোলিং করতে আসেন বরুণ। সেখানেই তৃতীয় বলে ডারিল মিচেল সামনের দিকে শট খেলেন, যা গিয়ে লাগে বরুণের পায়ে। জোরেই লাগে বলটি, এরপরই ব্যথা পান তিনি। মাঠে ছুটে আসেন ফিজিওরা। এরপর ৯১ বলে নিজের ৫০ রান পূর্ণ করলেন ডারিল মিচেল। ওই ওভার থেকে আসে ৩ রান।
এদিন বল করতে এসেই ভারতকে উইকেট এনে দেন বরুণ চক্রবর্তী। এই ম্যাচে যখনই তাঁকে রোহিত শর্মা আনছেন, সেই স্পেলেই নজর কাড়ছেন তিনি। গ্লেপ ফিলিপসকে বোল্ড আউট করেন তিনি। ওভারের পঞ্চম বলে দুরন্ত অফ স্পিনে আউট হন গ্লেন। তিনি সাজঘরে ফেরেন ৫২ বলে ৩৪ রান করে। ৩৮ ওভার শেষে স্কোর তখন ৫ উইকেটের বিনিময়ে ১৬৫ রান।
এদিন ৩৬তম ওভারের শেষ বলে শুভমন গিল একটি কঠিন ক্যাচ মিস করেন গ্লেন ফিলিপসের। মিড উইকেটে ফিলিপস সেই বল মারেন, গিল ডাইভ দিলেও ক্যাচ নিতে পারেননি। পরের ওভারে অক্ষর প্যাটেল দেন পাঁচ রান। উল্লেখ্য, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। গ্রুপ পর্বেও এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে ভারত ৪৪ রানে জয়লাভ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন