সমকালীন প্রতিবেদন : ম্যাচ শুরুর দুদিন আগেই রেডি হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। ১৯ মার্চ কলকাতায় পা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর একই দিনে কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমর্থকদের সঙ্গে প্লেয়ারদের পরিচয় করিয়ে দিল কেকেআর। সঙ্গে গল্পে মেতে উঠলেন প্লেয়াররা। কেকেআরের টিম অফ ২০২৫ অর্থাৎ আসন্ন আইপিএলের টিমে কে কে আছেন, সেটা আগে থেকেই ঘোষণা হয়ে গিয়েছিল। প্লেয়াররা একসঙ্গে অনুশীলনও করছেন।
কোন প্লেয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন, আর কে পাবেন না, সেটা নিয়ে চলছে আলোচনা। কেকেআর এবার অবশ্য দলে খুব একটা বেশি পরিবর্তন করেনি, যে দল মেগা নিলামে তৈরি করেছিল কেকেআর, সেটা থেকে মাত্র একজন প্লেয়ার ছিটকে গিয়েছেন। এই দল নিয়ে এবার সমর্থকরা স্বপ্ন দেখছেন ট্রফি জেতার।
বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এক চোখ ধাঁধানো অনুষ্ঠান আয়োজন করেছিল কেকেআর। যার নাম দেওয়া হয়েছিল নাইটস আনপ্লাগড ২.০। সুর তালের জোরালো উপস্থিতি যা আদতে নাইট শিবিরের মেজাজটা উঁচু তারে বেঁধে দিল। পুরো দলকে পরিচয় করিয়ে দেওয়ার পর অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার আইপিএল ট্রফির রেপ্লিকা নিয়ে মঞ্চে উঠলেন।
তার আগে থেকে সাজানো ছিল ২০১২ ও ২০১৪ সালের ট্রফির রেপ্লিকা, সঙ্গে যোগ হলো ২০২৪ সাল। জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ডের পারফরম্যান্সের সঙ্গে ছিল দলের মেন্টর ডোয়েন ব্র্যাভোর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গানের পারফরম্যান্স। কেকেআরের নতুন মেন্টর ব্র্যাভো দলের লক্ষ্য স্থির করে দিয়েছেন।
তিনি বলেন, “সাফল্য পাওয়ার একমাত্র রাস্তা হল খেলাটাকে ভালবাসা। দলের ক্রিকেটারেরা ট্রফি জিততে জানে। এবার ট্রফি ধরে রাখার চেষ্টা করতে হবে। আমাদের লক্ষ্য, পর পর দু’বছর ট্রফি জয়। আমি এই দলের মধ্যে চ্যাম্পিয়নের মানসিকতা আনতে চাই।” কেকেআরের সমস্ত খেলোয়াড় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ ছিল সমর্থকদের মধ্যে।
সেই সমর্থকদের উৎসাহ দেওয়ার জন্য ব্র্যাভো তাঁর ‘চ্যাম্পিয়ন’ গানটি পরিবেশন করেন। সেই অনুষ্ঠানে ফিরল কেকেআরের কালো, সোনালি জার্সিও। সমর্থকদের জন্য এই জার্সি ফিরিয়ে এনেছে কলকাতা। ইডেনে কেকেআর সমর্থকদের এই কালো, সোনালি জার্সি পরে দেখা যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন