সমকালীন প্রতিবেদন : আইপিএল জ্বরে ভুগছে মহানগরী। উদ্বোধনী মঞ্চ মাতাবেন কারা? কার সুরের জাদুতে ভাসবে শহর কলকাতা? ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫ এর গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। কেকেআর ভার্সেস আরসিবি। হাড্ডাহাড্ডি ক্রিকেট যুদ্ধে কে থাকবে এগিয়ে? আইপিএল ২০২৫ কে ঘিরে এইসব প্রশ্নই এখন সামনে আসছে।
মাত্র কয়েকদিন আগেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছে দুবাই থেকে। আর এবার ক্রিকেটপ্রেমীরা মেতে উঠবেন আইপিএলের উন্মাদনায়। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকবে এক জমকালো সন্ধ্যার। ম্যাচের আগে যে উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেখানে কারা পারফর্ম করবে? তা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিরাট আগ্রহ।
বলিউডের একটা হিট জুটি আসার সম্ভাবনা নিয়ে অলরেডি চারদিকে শুরু হয়েছে জোর জল্পনা। হ্যাঁ, এই অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে পারেন বলিউডের জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। এই তারকাখচিত ইভেন্টে বলিউডের সুপারহিট জুটি শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান ডান্স পারফর্ম করবেন।
এর আগে ‘এবিসিডি 2’-তে তাঁদের অসাধারণ পারফরম্যান্স এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এবার সেই জাদুই ফিরবে আইপিএলের মঞ্চে। না এখানেই শেষ নয়। এর পাশাপাশি, এবারও বাংলার ছেলের সুরের জাদুতে মাতোয়ারা হতে তৈরি ইডেন। সুরের জাদুতে দর্শকদের মোহিত করতে এবারেও হাজির থাকবেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।
আর কাদের দেখা যাবে ওই ওপেনিং সেরেমনিতে? সেটা এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও বোর্ডের যে আরও বেশ কিছু ভাবনা রয়েছে, তা পরিষ্কার। পুরোটা খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে বলেই বোর্ড সূত্রে খবর। মনে করা হচ্ছে বরুণ, শ্রদ্ধা, অরিজিতদের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েকজন তারকা পারফর্ম করবেন সেদিন। সেটা কারা, তা সময়ই বলবে।
অলরেডি উদ্বোধনী অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে কলকাতার জনতাকে দুরন্ত জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য তৈরি থাকতে বলেছেন। কারণ, শুধু উদ্বোধনী অনুষ্ঠানের চমক তো নয়, সেদিনই ইডেনে উদ্বোধনী ম্যাচে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, আর অধরা আইপিএল খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই খুব স্বাভাবিকভাবেই গোটা ক্রিকেট বিশ্ব আপাতত তাকিয়ে সেই ২২ মার্চের ঐতিহাসিক সন্ধ্যার দিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন