Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আইসিসি প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ১১ জন খেলোয়াড় কারা?

ICC-Best-11

সমকালীন প্রতিবেদন : রবিবার শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মেগা প্রতিযোগিতার ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। আর সোমবার, সেই প্রতিযোগিতারই সেরা দল বেছে নিল আইসিসি। সেই দলে একাধিক ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন। মোট পাঁচজন ভারতীয় তারকা সুযোগ পেয়েছেন সেই ১১ জনের দলে। দলে দাপট চ্যাম্পিয়ন ভারত ও রানার্স নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। এর বাইরে সুযোগ পেয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার। 

কিন্তু ফাইনালের সেরা ক্রিকেটার হলেও বাদ পড়লেন রোহিত শর্মা। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন রাচীন রবীন্দ্র। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের ওপেনার নিউজিল্যান্ডের ক্রিকেটার। ব্যাট হাতে তাঁর রান সংখ্যা ২৫১। সঙ্গে আছে দুটি সেঞ্চুরি। গড় ৬২.৭৫। তিনটি উইকেটও আছে তাঁর নামে। তাঁর সঙ্গে ওপেন করবেন ইব্রাহিম জাদরান। 

আফগানিস্তানের ব্যাটারের রান ২১৬। একটি সেঞ্চুরিও করেছেন তিনি। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় তারকার রান ২১৮। গড় ৫৪.৫। পাকিস্তানের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ছাড়াও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেন। এই টুর্নামেন্টেই ১৪০০০ ওয়ানডে রান পূরণ করেছেন তিনি। 

চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। প্রথম জন করেছেন ২৪৩ রান। দুটি হাফসেঞ্চুরি-সহ ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। অন্যদিকে রাহুল করেছেন ১৪০ রান। গড়ও ১৪০। ফাইনালে ভারতের জয়ের অন্যতম কারিগর তিনি। উইকেটকিপারের দায়িত্বও সামলাবেন রাহুল।

এরপর আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও আফগানিস্তানের আজমাতুল্লা ওমরজাই। ফিলিপসের রান ১৭৭, উইকেট তিনটি। সেই সঙ্গে পাঁচটি ক্যাচও নিয়েছেন। অসাধারণ ফিল্ডিংয়ের জন্য তাঁকে 'উড়ন্ত কিউয়ি' বলা হচ্ছে। আবার আফগানিস্তানের ওমরজাই ৭টি উইকেট নিয়েছেন। প্রয়োজনে ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন। দলের অধিনায়ক মিচেল স্যান্টনার। তাঁর উইকেটসংখ্যা ৯টি। 

একই সংখ্যক উইকেট নিয়ে পেস বিভাগ সামলাবেন মহম্মদ শামি। আরেক পেসার ম্যাট হেনরি, তাঁর উইকেট সংখ্যা ১০। তবে চোটের জন্য ফাইনালে খেলতে পারেননি নিউজিল্যান্ডের তারকা পেসার। আর বল হাতে ঘূর্ণি দেখাবেন বরুণ চক্রবর্তী। তিন ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৯টি। দ্বাদশ প্লেয়ার হিসেবে আছেন অক্ষর প্যাটেল। কিন্তু এই দলে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের ক্যাপ্টেনকে না রাখায় শুরু হয়েছে জোর আলোচনা। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন