সমকালীন প্রতিবেদন : চৈত্র মাসেই তীব্র দাবদাহ শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে। সূর্যের গনগনে তেজে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের একাধিক জেলার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। আগামীকালও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। খাতায়-কলমে গ্রীষ্ম না পরলেও গরমে অসহনীয় পরিস্থিতি শুরু।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের তাপমত্রা অপরিবর্তিত থাকবে। তারপর সর্বোচ্চ পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।
রবিবার, ৩০ এপ্রিল দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রির উপরে চলে যেতে পারে। এই পরিস্থিতিতে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এমন অসহনীয় পরিস্থিতিতে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বেশিক্ষণ বাইরে থাকতে বারণ করা হয়েছে।
গরমের এই অসহনীয় পরিস্থিতি থেকে এখনই মুক্তির সম্ভাবনা কার্যত নেই। উল্লেখ্য, গত সপ্তাহে কয়েকদিনের ঝড়-জলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো শীতের শিরশিরানি ফিরেছিল। আবহাওয়ায় হঠাৎ এই ব্যাপক ভোলবদলে তাজ্জব হয়েছিলেন অনেকেই। পরিস্থিতি বদলাতে শুরু করে চলতি সপ্তাহের শুরু থেকে। এবার আরও চড়বে পারদ।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩.৫ ডিগ্রি ওপরে। এরপর ৩১ মার্চও শহরের সর্বোচ্চ পারদ ৩৮ ডিগ্রির ঘরে থাকতে পারে। এরপর ১ থেকে ৩ এপ্রিল তিলোত্তমার সর্বোচ্চ পারদ থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ৪ এপ্রিল তা কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছুঁয়ে ফেলতে পারে। সুতরাং সামনের কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অসহ্যকর পরিস্থিতি বহাল থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে, রবিবার উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিঙেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া ৪ এপ্রিল পর্যন্ত শুষ্ক থাকবে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের আসবে না। এই আবহে উত্তরে আপাতত কোথাও তাপপ্রবাহের বা ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন