সমকালীন প্রতিবেদন : ছটা জেলা পুড়বে তাপের আঁচে। বসন্তেই তাপপ্রবাহ! কোথায় কোথায় রেড অ্যালার্ট? ঝেঁপে নামবে বৃষ্টিও। কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কতা? কবে থেকেই বা শুরু ঝড় বৃষ্টি? কেমনই বা থাকবে কলকাতা? এখনই ৪০ ডিগ্রির গণ্ডি পার! এরপর কি হবে? আবহাওয়ার লেটেস্ট আপডেট আজকের এই প্রতিবেদনে।
সাবধান। তীব্র গরমে পুড়বে দক্ষিণবঙ্গ। প্রথমেই জানাবো কি বলছে আবহাওয়া দপ্তর? তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছাড়িয়ে যেতে পারে। লিস্টে রয়েছে দক্ষিণবঙ্গের ছ’টি জেলা। তাই এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
এবার দিনক্ষণটা মাথায় রাখুন। আগামী দুদিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। তার পরের আরও দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন সর্বত্র রাতের তাপমাত্রা একই থাকবে। এবার জানুন জেলার নামগুলো। সোমবার পর্যন্ত টানা তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
এছাড়া আজ, রবিবার তাপপ্রবাহ চলতে পারে পুরুলিয়াতেও। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা বাড়বে। তাপপ্রবাহ না হলেও সোমবার পর্যন্ত উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলোতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে এই সপ্তাহে না হলেও, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। যদিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে, তাতে গরম খুব একটা কমবে না।
ঠিক এই সময় কেমন থাকবে উত্তরবঙ্গ? উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। অলরেডি এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, রবিবার বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারেও। তবে উত্তরের বাকি জেলাগুলোতে আবহাওয়া থাকবে শুকনো।
বেসিক্যালি, এই মুহূর্তে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটা দুর্বল হয়ে পড়লেও, অসম এবং রাজস্থানের উপরেও রয়েছে একটা করে ঘূর্ণাবর্ত। এমনকি রাজস্থান থেকে পঞ্জাব পর্যন্ত একটা অক্ষরেখাও রয়েছে। এর প্রভাবেই আগামী সপ্তাহে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। যা ভেজাবে উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন