সমকালীন প্রতিবেদন : ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সুখবর! ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। আর এই ক্রিকেট উন্মাদনাকে আরও উপভোগ্য করে তুলতে বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯৯ টাকার রিচার্জ বা তার বেশি মূল্যের প্ল্যান নিলেই গ্রাহকরা ৯০ দিন পর্যন্ত বিনামূল্যে হটস্টারে আইপিএলের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন।
জিও-র নতুন অফারে কী সুবিধা থাকছে? জিও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইপিএল ২০২৫-এর ম্যাচগুলো গ্রাহকরা মোবাইল ও স্মার্ট টিভিতে অতিরিক্ত কোনও খরচ ছাড়াই উপভোগ করতে পারবেন। এই সুবিধা পাওয়ার জন্য ১৭ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে ২৯৯ টাকা বা তার বেশি টাকার রিচার্জ করতে হবে।
তবে যাঁরা ইতিমধ্যেই রিচার্জ করিয়ে ফেলেছেন, তাঁদের হতাশ হওয়ার কারণ নেই! তাঁরা মাত্র ১০০ টাকার ‘অ্যাড-অন’ প্ল্যান রিচার্জ করলেই এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে জিও শুধু বর্তমান গ্রাহকদের জন্যই নয়, নতুন গ্রাহকদের জন্যও নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। যাঁরা নতুন জিও সিম কিনবেন, তাঁরাও ২৯৯ টাকার প্ল্যানে ৯০ দিনের জন্য বিনামূল্যে হটস্টার সাবস্ক্রিপশন পাবেন এবং নির্বিঘ্নে আইপিএল দেখতে পারবেন।
তবে জিও এবার শুধু মোবাইলে নয়, বাড়িতেও সুপারফাস্ট ইন্টারনেট ও বিনামূল্যে আইপিএল দেখার সুবিধা দিচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই অফারের আওতায় গ্রাহকরা ৫০ দিনের জন্য জিওফাইবার বা এয়ারফাইবারের ট্রায়াল কানেকশন পাবেন। এই ট্রায়াল কানেকশনের মাধ্যমে পাওয়া যাবে ৮০০-র বেশি টিভি চ্যানেল, ১১টির বেশি ওটিটি অ্যাপ ফ্রি, হাই-স্পিড ওয়াইফাই সংযোগ এবং বিনামূল্যে আইপিএল স্ট্রিমিং।
কিন্তু কীভাবে পাবেন এই অফার? এর জন্য ১৭ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে ২৯৯ টাকার রিচার্জ করতে হবে। নতুন গ্রাহক হলে, ২৯৯ টাকার প্ল্যানেই ৯০ দিনের জন্য হটস্টার ফ্রি পাবেন। তবে যাঁরা আগেই রিচার্জ করেছেন, তাঁরা ১০০ টাকার অ্যাড-অন প্ল্যান নিলেই হটস্টার ফ্রি পাবেন।
বাড়ির ইন্টারনেটের জন্য ৫০ দিনের জন্য জিওফাইবার বা এয়ারফাইবারের ট্রায়াল কানেকশন নিতে পারবেন। ক্রিকেট মানেই উত্তেজনা, আর আইপিএল হলে তো কথাই নেই! এবারের আইপিএলকে আরও আকর্ষণীয় করে তুলতে জিওর এই অফার নিঃসন্দেহে দারুণ এক চমক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন