সমকালীন প্রতিবেদন : চলতি আইপিএল-এ বড় বড় বদল এসেছে বেশ কিছু দলে। কিছু দল পুরনো কাঠামো ধরে রেখেছে, আবার কিছু দল নতুন করে সাজিয়েছে স্কোয়াড। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে অধিনায়কত্বের ক্ষেত্রে। আইপিএলের নিলামের আগেই পাঁচটি দল তাদের অধিনায়ক ধরে রেখেছিল, কিন্তু বাকি পাঁচটি দলে এসেছে নতুন নেতৃত্ব। নতুন অধিনায়কদের সামনে তাই থাকছে বড় পরীক্ষা।
এই তালিকায় প্রথমেই রয়েছে নাইট সেনাপতি অজিঙ্কা রাহানের নাম। গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। নিলামে মাত্র ১.৫ কোটি টাকায় কেনা অজিঙ্কা রাহানেকে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। অনেকেই ভেবেছিলেন, ২৩.৭৫ কোটি টাকায় কেনা ভেঙ্কটেশ আইয়ার হবেন নতুন অধিনায়ক, তবে নাইট ম্যানেজমেন্ট অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে রাহানেকে বেছে নিয়েছে। এখন রাহানের সামনে চ্যালেঞ্জ বড়।
পরের বড় নাম হল পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম। কলকাতা নাইট রাইডার্স ধরে না রাখলেও শ্রেয়স আইয়ারকে নিয়ে নিলামে লড়াই হয়েছে। শেষমেশ পঞ্জাব কিংস তাঁকে দলে নিয়েছে। আইপিএলের ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে দুটি আলাদা দলকে ফাইনালে তোলার রেকর্ড রয়েছে তাঁর। এবার সেই কীর্তি আরও একবার গড়ার সুযোগ পেলেন, তবে চ্যালেঞ্জ কঠিন।
তালিকায় পরবর্তী বড় নাম লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পন্থের নাম। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করলেও সাফল্য পাননি ঋষভ পন্থ। তবু লখনউ সুপার জায়ান্টস তাঁকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে কিনেছে এবং অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে। তাঁর সামনে রয়েছে প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ।
তালিকার পরের নাম দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর পটেলের নাম। দিল্লি ক্যাপিটালস এবারের নিলামে রাহুল ও ফাফ ডু প্লেসিকে দলে নিলেও অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে দলের পুরনো সৈনিক অক্ষর পটেলকে। আইপিএলে পুরো মরসুম অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই তাঁর, ফলে এই দায়িত্ব তাঁর জন্য নতুন। অক্ষরের সামনেও চ্যালেঞ্জ অনেক বড়।
এছাড়াও তালিকার নবতম নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পতিদারের। কোহলি দলে থাকা সত্ত্বেও অধিনায়ক করা হয়েছে রজতকে। ঘরোয়া ক্রিকেট ছাড়া তাঁর কোনো অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই। ফলে তাঁর জন্য চ্যালেঞ্জ আরও বড়। বেঙ্গালুরু প্রতি বছর শক্তিশালী দল গড়েও ট্রফির খরা কাটাতে পারেনি। এবার তারকা সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে তারা, বড় নাম কম রয়েছে দলে। তবে বেঙ্গালুরুর সমর্থকদের প্রত্যাশা বিশাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন