সমকালীন প্রতিবেদন : বনগাঁ মহকুমা হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় বড় ধরনের কোনও সমস্যা হয় নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হাসপাতালের শিশু বিভাগের পাশের একটি ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আর তার ফলেই আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর পাঠানো হয়। দ্রুততার সঙ্গে দমকলের একটি ইঞ্জিন হাসপাতাল চত্ত্বরে এসে পৌঁছায়।
দমকল কর্মীরা এসে দেখেন, যে ঘর থেকে কালো ধোয়া বের হচ্ছে, সেখানে বিদ্যুতের একটি পাখায় কোনও কারণে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে। আর তার ফলে সেখান থেকে ধোয়া বের হচ্ছে। দমকল কর্মীরা প্রথমেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ধোয়া বের হওয়া বন্ধ করেন। ফলে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ। তিনি রোগীর পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। তিনি বলেন, শর্ত সার্কিট তেকেই সম্ভবত এই ঘটনা ঘটেছে। রোগীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে দমকল বিভাগ।
এদিকে, আগুন আতঙ্কে হইচই পড়ে যায় শিশু বিভাগের ভেতরে এবং বাইরে। বাইরে অপেক্ষারত রোগীর আত্মীরা ওয়ার্ডের ভেতরে যেতে চাইলে তাদেরকে প্রথম পর্যায়ে প্রবেশে বাধা দেওয়া হয়। তারপর পরিজনদের চাপে শেষে গেট খুলে দিতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন