Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আর জি কর আন্দোলনের জের?‌ দার্জিলিংয়ে বদলি করা হল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

 ‌

Doctor-Subarna-Goswami

সমকালীন প্রতিবেদন :‌ পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি সিএমওএইচ ২ পদে কর্মরত, আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি করা হল দার্জিলিংয়ে। সেখানকার টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হল তাঁকে। আর জি কর কান্ডে প্রতিবাদে সরব হ‌ওয়ার কারণেই কি এই বদলি? পরিস্থিতি অনুযায়ী সেই প্রশ্নই এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

এই বিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্বাস্থ্য দফতরের বদলির নোটিস তিনি হাতে পেয়েছেন। তবে আদৌ তিনি দার্জিলিংয়ে যাবেন কিনা তা স্পষ্ট নয়। তাঁর কথায়, "অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ। এদিন দুপুরে নোটিস পাওয়ার পর কাজে যোগ দেব নাকি মেডিক্যাল কাউন্সিলকে জানিয়ে পদক্ষেপ করব, সেটা এখনও ঠিক করিনি।"

আর জি কর হাসপাতলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন মাথাচাড়া দেয়। আর সেই আন্দোলনে অংশ নেওয়া চিকিৎসকদের মধ্যে অন্যতম মুখ ছিলেন সুবর্ণ। বিভিন্ন সময় প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের অন্যতম পদাধিকারীও তিনি। স্বাস্থ্যভবনের তরফে বদলির যে নির্দেশ এসেছে, তাতে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে পাঠানো হচ্ছে তাঁকে। সেখানকার সুপার করে পাঠানো হচ্ছে। 

দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদ দেওয়া হলেও, চিকিৎসক সুবর্ণ গোস্বামীর অভিযোগ, এই পদ তুলনামূলক কম মর্যাদাপূর্ণ। তিনি জানিয়েছেন, ডেপুটি সিএমওএইচ ২ হিসেবে জনস্বাস্থ্য প্রকল্পের দায়িত্ব ছিলেন। সঠিকভাবে তিনি সেগুলি রূপায়িত করছিলেন। ভাল ফলও মিলছিল। প্রতিহিংসাবশতই তাঁকে বদলি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

উল্লেখ্য, এই নিয়ে নিজের ২০ বছরের চাকরি জীবনে ১৪ বার বদলি হলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী! আরজি কর আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত এই চিকিৎসক নিজে এবং তাঁর সহকর্মীরা স্বাভাবিকভাবেই বদলির নেপথ্যে আরজি করের ছায়া দেখতে পারছেন। এর আগে সাতবার তাঁকে এই সরকারের আমলে বদলি করা হয়েছে। তিন বছর আগে তিনি দার্জিলিংয়েই কর্মরত ছিলেন। আবার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কম গুরুত্বের পদে। 

বদলির নির্দেশ নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, এই পদক্ষেপের ফলে বিচারের দাবিতে ওঠা স্বর দমিয়ে দেওয়া যাবে না। শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। যদিও স্বাস্থ্যভবন প্রতিহিংসার অভিযোগ মানছে না। তাদের দাবি, এটা রুটিন বদলি। প্রশাসনিক পদে ছিলেন সুবর্ণ, জনস্বাস্থ্যের স্বার্থকে সামনে রেখেই তাঁকে বদলি করা হয়েছে দার্জিলিং টিবি হাসপাতালে।

যদিও চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বক্তব্য, 'শাসকদলের ঘনিষ্ঠরা যেখানে ২০-২৫ বছর ধরে একই জায়গায় চাকরি করছেন। সেখানে দার্জিলিংয়ে একটি গুরুত্বহীন পদে, যেখানে কোনও কাজ নেই, যেখানে কোনও রোগী নেই, নীচু পোস্ট দিয়ে পাঠানো হচ্ছে আমাকে। অভয়া আন্দোলনের সামনের সারিতে থাকার জন্য নানাজনের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করছে ‌রাজ্য সরকার। এর আগে মিথ্যা অভিযোগে লালবাজারে ডাকা হয়, মেডিক্যাল কাউন্সিলকে দিয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডায়েরি করানো হয়। এবার বদলির খাঁড়া নামল। এভাবে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। '

সুবর্ণর বদলির বিরুদ্ধে এদিন ফের রাস্তায় নামে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। বৃহস্পতিবার বিকেল ৪টেয় স্বাস্থ্য ভবন অভিযােন নামে তারা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স জানিয়েছে, চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি করার এই সিদ্ধান্ত অন্যায়। অভয়ার বিচারের দাবিকে দমিয়ে দেওয়ার জন্য, আন্দোলন আটকানোর জন্যই এই বদলি। কিন্তু স্বাস্থ্য ভবন জানিয়েছে, সুবর্ণ গোস্বামী জনস্বাস্থ্য বিভাগে ছিলেন, সেই দায়িত্বই দেওয়া হয়েছে তাঁকে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন