সমকালীন প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দু'শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রসঙ্গে জানিয়েছেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দু'শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে। আর পেনশনভোগীদেরও ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দু'শতাংশ ডিয়ারনেস রিলিফ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
উল্লেখ্য, করোনাকালে ডিএ দেওয়া স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে ২০২১ সালের পর থেকে তা আবার দেওয়া শুরু হয়। তারপর থেকে এখনও পর্যন্ত যে শতাংশ হারে ডিএ দেওয়া হয়েছে, এবার সবথেকে কম বৃদ্ধি হল। এই বৃদ্ধির ফলে ৫৫.৯৮ শতাংশ ডিএ পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। সার্বিকভাবে খুশির খবর হলেও সাম্প্রতিক অতীতে এটাই সবথেকে কম ডিএ বৃদ্ধি। এর আগে গত বছর জুলাই মাসে ৫০ শতাংশ থেকে ডিএ বাড়িয়ে ৫৩ শতাংশ করেছিল কেন্দ্র। তারপর এখন আবার তা বাড়িয়ে ৫৫ শতাংশ করা হল।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করতে কেন্দ্রের কোষাগার থেকে বার্ষিক ৩,৬২২ কোটি টাকা বেরিয়ে যাবে। আর পেনশনভোগীদের বর্ধিত হারে ডিআর প্রদান করতে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে প্রতি বছরে ২,৯৯২ কোটি টাকা খরচ হবে। অর্থাৎ বছরে মোট ৬,৬১৪ টাকা খরচ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
ডিএ বৃদ্ধি হলে তা ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। অর্থাৎ, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫৫ শতাংশ। কেন্দ্রীয় সরকার বলছে, ডিএ বাড়ানোর ফলে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। আসলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদেরও দুই শতাংশ ডিয়ারনেস রিলিফ বাড়ছে।
যদিও এই প্রসঙ্গে সরকারি কর্মীদের একাংসের বক্তব্য, স্রেফ খাতায়কলমে ধরতে গেলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ‘অর্ধেক’ মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবারের বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। যা কার্যকর হবে ১ এপ্রিল থেকে। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
অষ্টম পে কমিশন এখনও কার্যকর হয়নি। গত জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সরকারের দাবি, অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের নেওয়ার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর লাভ হবেন। তবে তার আগেই এই ডিএ বৃদ্ধি স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের খুশি করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন