Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মৃত ভোটার নিয়ে সরব বনগাঁর সিপিএম নেতৃত্ব

 ‌

Dead-voter

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁ শহরে যে ১০৮ টি বুথ রয়েছে, তার মধ্যে ৪২ টি বুথে ৯৫৯ জন মৃত ভোটারের নাম রয়েছে। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বুথ সংখ্যা ২৭৬টি। এই সমস্ত বুথ ধরলে এই মৃত ভোটারের সংখ্যা কয়েক হাজার হবে। আর এই মৃত ভোটারেরাই তৃণমূলের সম্পদ। সেই ভোটগুলিতেই ফলস ভোট দেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ বনগাঁর সিপিএম নেতৃত্বের।

এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয় ভুতুড়ে ভোটার। আর এই ভুতুড়ে ভোটার খুঁজতে তৃণমূল নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রতিদিনই এই ভুতুড়ে ভোটারের তালিকা দীর্ঘ হচ্ছে। দিন কয়েক আগে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে তথ্য সহযোগে ভুতুড়ে ভোটারের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়।

আর এবার ভু‌য়ো ভোটার নিয়ে সরব হল বনগাঁ শহর সিপিএম নেতৃত্ব। তাদের অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফলস ভোট দেওয়ার জন্য মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে না। ওর সঙ্গে রয়েছে স্থানান্তরিত ভোটারদের নাম। শাসক দল এই মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।

রবিবার সিপিএমের বনগাঁ শহর কমিটির পক্ষ থেকে ডাকা সাংবাদিক বৈঠকে দলের বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর অভিযোগ তোলেন, রাজ্য সরকার চাইলেই ভোটার তালিকা থেকে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারদের নাম অতি সহজেই বাদ দিতে পারে। কিন্তু শাসক দল ইচ্ছাকৃতভাবে এই নামগুলি বাদ দিচ্ছে না। কারণ, এই ভোটগুলি তাদের তুরুপের তাস। এই ভোটগুলির মাধ্যমেই তারা ফলস ভোট দেয়। 

যুক্তি দিয়ে তিনি বলেন, যখন একজন ব্যক্তি মারা যাচ্ছেন, তখন ডেথ সার্টিফিকেট আনার জন্য বাড়ির লোককে মৃত ব্যক্তির এপিক কার্ড, রেশন কার্ড জমা দিতে হচ্ছে। ফলে সরকারের কাছে নথি থাকছে। আর তার থেকেই সহজে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব। এছাড়াও, রাজ্য সরকারের পক্ষ থেকে এক একটি বুথের জন্য এক একজন বিএলও নিযুক্ত থাকেন। ভোটার তালিকা সংশোধনের সময় তিনি বাড়ি বাড়ি সার্ভে করলেই আসল তথ্য পেয়ে যাবেন।

অভিযোগের সুরে তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে আশ্রয় নেওয়া অনেক ব্যক্তিই অর্থের বিনিময়ে তৃণমূল নেতাদের ধরে ভোটার তালিকায় নাম তুলেছে। সেইসব ভোটারদের একটা বড় অংশ এখন তৃণমূলের বদলে বিজেপিকে ভোট দিচ্ছে। তাই তৃণমূল সেইসব ভোটারদের খুঁজে বেড়াচ্ছে। আর এক্ষেত্রে বিজেপি অভিযোগ করছে, তৃণমূল মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে।

এদিকে, সোমবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে একটি সর্বদল বৈঠক ডেকেছেন মহকুমা শাসক। সেই বৈঠকেই এই মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারদের নামের তালিকা সিপিএমের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে তুলে দিয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হবে বলে জানি‌য়েছে সিপিএম নেতৃত্ব।

তবে এই প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস পাল্টা অভিযোগ করে বলেন, ৩৪ বছর ধরে সিপিএম ফলস ভোটের কালচার রপ্ত করেছে। তারা ফলস ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে ছিল। এখন রাম আর বাম এক হয়ে সিপিএম বিজেপিকে দিয়ে সেই কাজ চালাচ্ছে। গত লোকসভা নির্বাচনে সিপিএমের ভোট ট্রান্সফার হয়ে বিজেপিতে গেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবার সঠিক জায়গায় আঘাত করাতেই বিরোধীদের গাত্রদাহ হচ্ছে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন