সমকালীন প্রতিবেদন : কারেন্টের বিল কমাতে চান? ফ্যান নয়, আপনি কি জানেন, কোন ছটা জিনিস সবথেকে বেশি কারেন্ট খরচা করছে? তিন নম্বর পয়েন্টটাতেই চমকে যাবেন। এই প্রতিবেদন পড়লেই হুহু করে কমবে আপনার ইলেকট্রিক বিল।
বাংলায় ভয়ংকর গরম পড়তে আর দেরি নেই। আর এই সময় সকাল থেকে রাত একটানা ঘোরে ফ্যানের ব্লেড। তাতেই অনেকে ভয় পেয়ে যান। ভাবেন এই কারণেই মাস শেষে বিদ্যুৎ বিল আসছে অনেক বেশি। তবে আপনি কি জানেন, বাড়িতে ঠিক কোন কোন হোম অ্যাপ্লায়েন্স সবথেকে বেশি কারেন্ট খরচ করে? তাহলে শুনুন–
এসি : গরমকালে সবথেকে বেশি কারেন্ট খরচ করে এয়ার কন্ডিশনিং সিস্টেম। যেহেতু উচ্চ ওয়াট শক্তি খরচ হয় এবং অনেকক্ষণ ধরে চলে, তাই সবথেকে বেশি ইউনিট খরচ করে এসি। ফলে এটা যদি কন্ট্রোলে আনতে না পারেন, তাহলে কিন্তু বিদ্যুৎ খরচ কমাতেই পারবেন না।
ফ্রিজ : এবার বলছি ফ্রিজের কথা। যা ২৪টি ঘন্টা চলে। বিশেষ করে গরমকালে এর কোনও বিশ্রাম নেই। যে কারণে কারেন্ট খরচও সেই মতোই, সেই লেভেলে হয়। আর মাস শেষে যে মোটা অঙ্কের বিল আসে, তার একটা বড় অংশ কিন্তু ফ্রিজের কারণে। ফলে ফ্রিজের দরজা সবসময় ভালোভাবে বন্ধ করতে হবে। আর সংস্থার তরফে যে তাপমাত্রা বলে দেওয়া হবে, সেটাই রাখার চেষ্টা করবেন।
ইলেকট্রিক হিটার : বাড়ি গরম রাখার জন্য শীতপ্রধান দেশে মূলত এই হিটার ব্যবহার করা হয়। ভারতে সেই ভাবে ইলেকট্রিক হিটারের চল নেই। এগুলো ঘর গরম রাখতে সাহায্য করে। তবে তার জন্য উচ্চ পরিমাণ শক্তি লাগে হিটারগুলোর। যে কারণে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।
ওয়াটার হিটার : যদিও ওয়াটার হিটারের ব্যবহার গ্রীষ্মকালে সেই ভাবে হয় না। তবে বিদ্যুৎ খরচের দিক দিয়ে ওয়াটার হিটার বেশ গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছে। এখানে একটা ট্যাংক থাকে, যা ক্রমাগত গরম জল সরবরাহ করে। এর জন্য বেশ ভালো পরিমাণে শক্তি খরচ করে ওয়াটার হিটার।
ওয়াশিং মেশিন : এটাও একটা গুরুত্বপূর্ণ হোম অ্যাপ্লায়েন্স, যা পৃথিবীর সর্বত্র ব্যবহার হয়। বিশেষ করে ক্লথ ড্রাইয়িং মেশিনগুলো। জামা পরিষ্কার এবং শুকোনোর জন্য প্রচুর পরিমাণে শক্তি খরচ করে ওয়াশিং মেশিন এর ক্লথ ড্রায়ার। তাই বিদ্যুৎ বিলের খরচ কমাতে ওয়াশিং মেশিনের ব্যবহার কন্ট্রোল করতে হবে।
ইলেকট্রিক ওভেন ও স্টোভ : আর একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ফ্যান ও লাইটের থেকেও বেশি বিদ্যুৎ বিল খরচ করে ইলেকট্রিক ওভেন ও স্টোভ। যদি এটার ব্যবহার ঠিক মতো না করেন তাহলেই বিপত্তি। তাই মনে করে ঘন ঘন খাবার গরম বা তৈরি করার জন্য ইলেকট্রিক ওভেন ব্যবহার কমাতে হবে।
ব্যাস এই কয়েকটা টিপস মেনে চলুন। জাস্ট দেখার মতো কমবে বিদ্যুৎ বিলের খরচ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন