Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মাঠে ঢুকে কোহলির পা ছোঁয়ার 'অপরাধে' শ্রীঘরে জায়গা হলো ‌ক্রিকেট ভক্তের

Cricket-fan

সমকালীন প্রতিবেদন : ইডেনে তখন কান পাতা দায়। 'বিরাট, বিরাট' চিৎকারে গলা মেলাচ্ছেন অনুরাগীরা। কোহলির ব্যাটে তখন রানের বাহার। সেই সময়ই আচমকা নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন এক যুবক। প্রিয় খেলোয়াড়ের পা ধরে শুয়ে পড়েন তিনি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 

আইপিএল‌–এর কলকাতা-ব্যাঙ্গালুরু ম্যাচে নিরাপত্তা বলয় পেরিয়ে মাঠে ঢুকে পড়ে 'স্বপ্নের নায়ক' বিরাট ‌কোহলির পা ছোঁয়ার স্বপ্ন পূরণ হলেও, শ্রীঘরেই আটক থাকতে হলো কোহলির অন্ঢ ভক্ত ঋতুপর্ণ পাখিরাকে। বিচারক দিলেন বড় পরামর্শ। কে এই ঋতুপর্ণ? জানেন তার আসল পরিচয়? কেঁদে ভাসাচ্ছেন মা। শুধুই কি বিরাট ভক্ত নাকি উদ্দেশ্য ছিল অন্য কিছু? 

ইডেন গার্ডেন্সের মাঠে যা হয়েছে তারপর ঋতুপর্ণকে চেনে না এইরকম মানুষের সংখ্যা হাতে গোনা। মনে আছে শনিবারের সেই ম্যাচের কথা? ইডেনে চার ছক্কা হাঁকিয়ে সবে হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। ব্যাট হাতে আকাশের দিকে তাকিয়ে চেনা মেজাজে। স্টেডিয়াম জুড়ে যখন একটাই স্লোগান ‘বিরাট বিরাট’। 

আর ঠিক তখনই পুলিশের নজর এড়িয়ে মাঠের ফেন্সিং টপকে ভিতরে ঢুকে পড়ে ঋতুপর্ণ। পুলিশ ও স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা তার পেছনে ছুটলেও মাঠে ঢুকে ততক্ষণে ‘গুরু’র পায়ে সটান ডাইভ ভক্তের। আর তাতে যা হওয়ার তাই হলো। প্রিয় বিরাটকে জড়িয়ে ধরা সেই অনুরাগীকে অবশেষে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেফতার করা হয়েছে ঋতুপর্ণ পাখিরাকে।

কিন্তু কেন এমনটা করল ঋতুপর্ণ? অনেক বড় অপরাধের দায় রয়েছে তার ঘাড়ে। ঋতুপর্ণ পাখিরা। বর্ধমানের ছেলে। সবে উচ্চমাধ্যমিক দিয়েছেন। এখনো কলেজে যাওয়া বাকি। তার আগেই নিজের সাধ পূরণের জন্য পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল গ্রামের ঋতুপর্ণকে উঠতে হল পুলিশের প্রিজন ভ্যানে। 

নিজের স্বপ্নের কথা আগেই মাকে জানিয়েছিলেন ঋতুপর্ণ। তিনি নিজের মাকে বলেছিলেন, '‌শুধু একবার বিরাটকে জড়িয়ে ধরতে পারলেই আমার জীবন সার্থক হবে।' সুযোগ পেয়ে এদিন তা করেও দেকালেন ওই যুবক। কিন্তু আইনের চোখে এটা অপরাধ হিসেবে বিবেচনা করে ক্রিমিনাল ট্রেস পাসিং সেকশনে তাকে গ্রেফতার করল পুলিশ। 

এদিন যখন ব্যাঙ্কশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে বছর আঠেরোর তরুণ ঋতুপর্ণ, তখন তার মুখেও সেই এক কথা, বললো ‘আমি বিরাটের ফ্যান। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল, বিরাট কোহলির পা ছোঁয়ার।' কিন্তু তিনি যে বড় অপরাধ করে ফেলেছেন, তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন বিচারক।

এদিন বিচারক বিজয়ীতা দে ওই যুবককে উদ্দেশ্য করে বলেছেন, ‘এটা কারও স্বপ্ন হতে পারে না! বরং তুমি বিরাটের মতো হওয়ার স্বপ্ন দেখো। চেষ্টা করো!’ যদিও এ দিন তাকে জামিন দেয়নি আদালত। সরকারি কৌঁসুলির আবেদনের ভিত্তিতে একদিনের জন্য তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

ঋতুপর্ণ পাখিরার আইনজীবী জানিয়েছেন, জামিন যোগ্যধারা না দিয়ে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ঋতুপর্ণর বিরুদ্ধে। এদিকে ঋতুপর্ণর মা কাকলি পাখিরার আবেদন, বিরাট কোহলি ও অন্যান্য খেলোয়াড়রা তার ছেলেকে ক্ষমা করে দিক। বিরাট ওর কাছে ভগবানের মতো। গুরুদেব মানে। আবেগেই এমন ভুল করে ফেলেছে।‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন