সমকালীন প্রতিবেদন : একের পর এক চুরির ঘটনায় নাজেহাল হয়ে পড়ছিল গোবরডাঙা থানার পুলিশ। নজরদারি বাড়াতেই অবশেষে চুরির কিনারা করতে সক্ষম হল পুলিশ। ধরা পড়ল এক চোর। ধৃত চোরকে জেরা করে উদ্ধার হয়েছে গাড়ির পাঁচটি ব্যাটারী, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। ধৃতকে বুধবার বারাসত আদালতে পাঠানো হয়।
জানা গেছে, গোবরডাঙা থানা এলাকায় বেশ কয়েকদিন ধরে চুরি যাওয়ার ঘটনা ঘটছিল। পুলিশ কোনওভাবেই চুরির কিনারা করতে পারছিল না। ১৫ মার্চ, শনিবার গভীর রাতে পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে যে, গোবরডাঙার রেল ব্রিজের কাছে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সেই সময় পুলিশের একটি দল হানা দেয় গোবরডাঙা রেল ব্রিজে।
সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসে জেরা করতেই আসল রহস্য উন্মোচন হয়। জেরায় সে স্বীকার করে গোবরডাঙা এলাকায় সাম্প্রতিক সমস্ত চুরির পেছনে সে রয়েছে। পুলিশের দাবি এমনটাই। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম নান্টু সাউ। বাড়ি টিটাগর থানার তালপুকুর বস্তি এলাকায়। দীর্ঘদিন ধরে সে এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত।
রবিবার ধৃত ব্যক্তিকে বারাসত আদালতে পেশ করার পর বিচারকের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করতেই সে স্বীকার করে যে, গোবরডাঙা থানার গনদ্বীপায়ন এলাকায় একটি টোটো থেকে বেশ কিছু গাড়ির ব্যাটারি চুরি করে সেই ব্যাটারিগুলি অন্য এক জায়গায় রেখেছে। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধার করে গাড়ির পাঁচটি ব্যাটারি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। ধৃত দুষ্কৃতীকে বুধবার ফের বারাসত আদালতে পেশ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন