Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

শনির সাড়ে সাতি, ঢাইয়ার প্রভাব ‌কাটিয়ে ভাগ্য খুলবে তিন রাশির জাতক–জাতিকার

 ‌

Change-of-fate-in-3-zodiac-signs

সমকালীন প্রতিবেদন : শনিদেবের কৃপায় বদলে যাবে ভাগ্য! তিন রাশির জীবনে উথলে পড়বে সুখ। খুলবে সৌভাগ্যের দুয়ার! চারিদিকে শুধু উন্নতিই উন্নতি। কোন দুই রাশির ঢাইয়া শেষ? শেষ এক রাশির সাড়ে সাতি। ২৯ মার্চ শনির রাশি পরিবর্তন। কুম্ভ থেকে শনিদেব যাচ্ছেন মীনে। কোন তিন রাশির জীবনে কতটা পজিটিভ প্রভাব? ডিটেলস থাকলো আজকের এই প্রতিবেদনে।

শুরু হয়েছে নতুন বছর ২০২৫। আড়াই বছর পর ২০২৫ সালে রাশি পরিবর্তন করতে চলেছে ন্যায় ও কর্মফলের দেবতা শনি। শনি সকল গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির। যে কারণে এর প্রভাব বিভিন্ন রাশির উপর দীর্ঘ সময় ধরে থাকে। জ্যোতিষশাস্ত্রে শনির রাশির পরিবর্তন খুবই তাৎপর্যপূর্ণ। 

শনি বর্তমানে নিজস্ব রাশি কুম্ভে অবস্থান করছে। ২৯ মার্চ বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে শনি। কুম্ভ রাশিতে প্রায় আড়াই বছরের যাত্রা শেষ হবে। ২৯ মার্চ ন্যায় ও কর্মফলের দেবতা বড় ঠাকুরের রাশি পরিবর্তনের কারণে তিন তিনটে রাশি শনির দশা মানে সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চলেছে। সেক্ষেত্রে কোন কোন রাশির জীবনে শনির কেমন প্রভাব পড়তে চলেছে?

প্রথমেই আলোচনা করব মকর রাশি নিয়ে-

মকর রাশি : এই রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাতির শেষ পর্যায় চলছে। চলতি বছর ২৯ মার্চ শনির রাশি পরিবর্তনের পরে সাড়ে সাতি শেষ হবে। ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে এবার শুভ প্রভাব দেখা যাবে। সমাজে এবং কাজের জায়গায় সম্মান পাবেন। একইসঙ্গে পদমর্যাদা বৃদ্ধি পাবে। আপনি যে কোনও কাজে সাফল্য অর্জন করতে পারবেন। পাশাপাশি, আর্থিক দিক দিয়েও লাভবান হবেন।

দ্বিতীয়ত যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হল কর্কট-

কর্কট : ২০২৫ সালের ২৯ মার্চ মীন রাশিতে শনি প্রবেশ করবে। ফলে সেই সময়ই শনির ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আর ঢাইয়া শেষ হওয়ার সাথে সাথে, কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্যের দুয়ার খুলে যাবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ধনসঞ্চয় বা সেভিংস করার ক্ষেত্রে আপনি লাভবান হবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সব কাজ পুরো হবে। সম্পর্কে মধুরতা তৈরি হবে, ব্যবসায় বিস্তার হবে।

লাস্ট বাট নট দা লিস্ট। এবার আলোচনা বৃশ্চিক রাশিকে নিয়ে- 

বৃশ্চিক : মীন রাশিতে শনি প্রবেশ করার ফলে বৃশ্চিক রাশিতেও তাঁর প্রভাব কমতে আরম্ভ করবে। এর ফলে জাতকদের ধন সম্পত্তিগত দিক দিয়ে লাভ হবে। নতুন বছরে বিনিয়োগ বা ইনভেস্টের ভালো সুযোগ আসবে। আগে বিনিয়োগ করার ফলে এবার ভরপুর লাভ পাবেন। আর হ্যাঁ, ব্যবসাতেও আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। 

মোদ্দা কথা ঢাইয়া এবং সাড়েসাতি শেষ হওয়ার সাথে সাথে সব দিক থেকে উন্নতির মুখ দেখতে পারবেন এই তিন রাশির জাতক-জাতিকারা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন