Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল-এও অনিশ্চিত বুমরাহ

 

Bumrah-uncertain-in-IPL

সমকালীন প্রতিবেদন : ক্রিকেট মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে জসপ্রীত বুমরাহের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন তিনি। খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আইপিএলের শুরুতেও তাঁর না খেলার সম্ভাবনা। যা চিন্তার কারণ হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরাহের। এর মধ্যে যদিও দুবাই গিয়েছিলেন তিনি। 

দুবাই‌য়ে আইসিসির একটি পুরস্কার নেন ভারত-পাকিস্তান ম্যাচের আগে। কিন্তু পিঠের চোটের কারণে ভুগছেন তিনি। যে কারণে এখনও খেলা সম্ভব হচ্ছে না। বোর্ডের এক কর্তা বলেন, “বুমরাহের রিপোর্ট ঠিক আছে। অ্যাকাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছে। তবে আইপিএলের শুরুতে ওর বল করা কঠিন। মনে হয় এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবে বুমরাহ।”

মুম্বইয়ের হয়ে প্রথম তিন-চারটি ম্যাচে হয়তো খেলা হবে না বুমরাহের। অ্যাকাডেমিতে বোলিং শুরু করলেও, এখনও পুরো শক্তি দিয়ে বল করছেন না তিনি। বোর্ডের ওই কর্তা বলেন, “অ্যাকাডেমিতে কোনও সমস্যা ছাড়া টানা বল না করলে বুমরাহকে ছাড়া হবে না।” তবে শুধু বুমরাহ নন, চোট রয়েছে পেসার মায়াঙ্ক যাদবেরও। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেন তিনি। আইপিএলে তিনিও হয়তো প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না।

বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিনজনের উপর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের কর্তা পিটিআই-কে বলেছিলেন, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিয়ো তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন পটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিয়ো কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহের।” 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন