সমকালীন প্রতিবেদন : মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা। তাও আবার এক তৃণমূল নেতার বাড়ির প্রবেশদ্বারে। বাক্স দেকে বাইরে থেকে কিছু বোঝার উপায় ছিল না। কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় এযাত্রায় বড় বিপদ ঘটে নি। বুধবার সাতসকালে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায়। কে বা কারা এই কান্ডের সঙ্গে যুক্ত, পুলিশ তা খতিয়ে দেখছে।
দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের বাড়িতে এই কান্ড ঘটেছে। এদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলতেই তাঁক মা দেখেন, সিঁড়ির উপর রঙিন কাগজে মোড়া একটি মিষ্টির বাক্স। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি বাপ্পাকে ডেকে বিষয়টি জানান। তিনি তারপর তাঁর মেজদাকে জানান। মেজদা এসে কাঁচি দিয়ে খুব সাবধানে বাক্সের মোড়ক খুলতেই দেকা যায় যে, তার মধ্যে দুটি তাজা বোমা রয়েছে। স্বাবাবিকভাবেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।
তৃণমূল পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের মা এই বিষয়ে বলেন, ‘সকালে উঠে দেখি সিঁড়িতে একটি মিষ্টির প্যাকেট রয়েছে। ছেলেকে খবর দিই। অন্য ছেলে এসে প্যাকেট খুলতেই দেখি, মিষ্টির প্যাকেটে রয়েছে দুটো বোমা।’ পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডল বলেন, ‘কে বা কারা এই কাজ করেছে, জানি না। কী উদ্দেশ্য জানি না। আমার কোনও শত্রু নেই। তবে গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি।’
এরপরই খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। পুলিশ গিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বোমা উদ্ধার করে সেগুলি একটি বালতিতে জলের মধ্যে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ওই অঞ্চলে। কে বা কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, পুলিশ তা খতিয়ে দেখছে। তবে এই ঘটনা দেখে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তবে কি ফের বাংলায় ফিরছে ‘পার্সেল বোমা কালচার’?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন