Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১২ মার্চ, ২০২৫

বনগাঁ হাসপাতাল সংলগ্ন শৌচালয় থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

 ‌

Bangaon-Hospital

সমকালীন প্রতিবেদন : ‌নাতিকে হাসপাতালে ভর্তি করার পর থেকে নিখোঁজ ছিলেন দিদিমা। অবশেষে সেই দিদিমার মৃতদেহ উদ্ধার হল হাসপাতাল সংলগ্ন শৌচাগার থেকে। বুধবার সকালে বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বর থেকে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, বাগদা থানার মালিপোতা এলাকার বাসিন্দা চপলা হাজরা (৪২) মঙ্গলবার সন্ধেয় বাগদার সিন্দ্রানীর বাসিন্দা বছর তিনের অসুস্থ নাতি সৌরভ বিশ্বাসকে নিয়ে বনগাঁ হাসপাতালে আসেন। সঙ্গে পরিবারের অন্যান্যরাও ছিলেন। নাতিকে ভর্তি করে বাকিরা হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।

এরপর হঠাৎ করেই তাঁর স্বামী খেয়াল করেন যে, তাঁর স্ত্রী তাঁদের সঙ্গে নেই। হাসপাতালের বিভিন্ন দিকে খোঁজখবর করেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায় না। হাসপাতাল চত্ত্বরের বাইরের দিকের শৌচাগারে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁর স্বামী।

এরপর নিখোঁজ মহিলার স্বামী হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা হাসপাতালের মাইকে বার বার প্রচার করেও মহিলার কোনও সন্ধান মেলেনি। তাঁর স্বামীর অভিযোগ, হাসপাতালের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই ক্যামেরায় তাঁর স্ত্রীর কোনও ছবি ধরা পরেছে কি না, তা জানার চেষ্টা করলে কর্তৃপক্ষ এব্যাপারে কোনও সহযোগিতা করে নি।

রাত ১২টা নাগাদ স্ত্রীর নিখোঁজের বিষয়ে বনগাঁ থানায় ডায়েরি করতে গেলে থানা থেকে তাঁর স্বামীকে জানানো হয়, ২৪ ঘন্টা না কাটলে ডায়েরি নেওয়া যাবে না। স্ত্রীর খোঁজে তাঁর স্বামী বনগাঁ স্টেশনে পর্যন্ত পৌঁছে যান। এরপর বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ জামাইয়ের মারফত খবর পান যে, হাসপাতাল সংলগ্ন শৌচালয়ে এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে। 

এই খবর পেয়ে তিনি হাসপাতালে এসে দেহ দেখে সেটি যে তাঁর স্ত্রীর দেহ তা সনাক্ত করেন মহিলার স্বামী। তিনি বলেন, 'আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ ছিলেন। শৌচাগারে বসা অবস্থায় তাঁর অক্ষত মৃতদেহ পাওয়া গেছে। কিভাবে তাঁর মৃত্যু হলো, তার সঠিক তদন্ত চাই।' পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।‌






 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন