সমকালীন প্রতিবেদন : বছর পেরলেই রাজ্যে বিধানসভার নির্বাচন। আর তার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। দলবদলের এই ঘটনাকে রাজ্য-বিজেপির ভাঙন বলে উল্লেখ করছে রাজনৈতিক মহল। আর এই দলবদলের ঘটনা শুভেন্দু অধিকারীর গড়ে ঘটায় এই বিষয় নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। তাপসী মণ্ডল আদতে শুভেন্দু নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য ছিলেন। আগামী বছরের ভোটের আগে যে এই দলবদল বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে, তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সোমবারই বিধানসভায় তাপসী মণ্ডলকে বিজেপির ঘরে দেখা গিয়েছিল। এরপর বিকেলে বিধানসভা থেকেই তৃণমূল ভবনে চলে যান তিনি। যোগ দেন ঘাসফুল শিবিরে। অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন তাপসী মণ্ডল। ২০২১ সালের আগে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার এই বিধায়ক।
মাত্র ৪ দিন আগে নিজের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তাহলে এবার কি তাঁর গন্তব্য তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্ন উঠেছিল। সব জল্পনা সত্যি করে তিনি এদিন প্রকাশ্যেই যোগ দিলেন ঘাসফুল শিবিরে। পাঁচ বছরের মধ্যেই বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী বলেন, ‘‘বিভাজনের রাজনীতি চলছে। দেখতে পাচ্ছি মানুষ তা প্রত্যাখ্যান করছেন। আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল।’’ তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসাবে তাপসী হলদিয়ার উন্নয়নের কথাও উল্লেখ করেন। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন তিনি। বলেন, ‘‘ওঁর মাধ্যমেই আমাকে কোণঠাসা করা হচ্ছিল। বাইরে থেকে এসে সকলের সঙ্গে বিরোধিতায় জড়াচ্ছেন।’’
এদিকে হলদিয়ার বিজেপি নেতারা বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই তাপসী মণ্ডলের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল। এমনকী দলের জেলা সভানেত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। গত ১৭ ফেব্রুয়ারি হলদিয়ায় এক অনুষ্ঠানে তাপসী মণ্ডলের সঙ্গে স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংঘাত প্রকাশ্যে চলে আসে।
সেই সভায় অভিজিৎবাবু বলেন, আরএসএস এর এর শ্রমিক সংগঠন বিএম সএর সমর্থকদের অন্য একটি প্রতারণামূলক সংগঠনে নিয়ে যাচ্ছেন বিজেপির কিছু নেতা। জবাবে তাপসী বলেন, হলদিয়ার শ্রমিক আন্দোলন নিয়ে সাংসদ কিছু জানেন না। তখন থেকেই তাপসীর তৃণমূলে যোগদানের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছিল বলে মনে করছেন অনেকে।
সিপিএম থেকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তাপসী। ২০২১ সালের আগে তিনি বিজেপিতে যান সিপিএম ছেড়ে। ওদিকে শুভেন্দু অধিকারীও এই সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই তাপসী শুভেন্দু-ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি পেয়ে এসেছিলেন। এবার সেই তাপসী দলবদল করে তৃণমূলে যাওয়া শুভেন্দুর জন্য অস্বস্তিকর বলেই মনে করছেন অনেকে।
উল্লেখ্য, হলদিয়া দীর্ঘদিন ধরেই তাপসী মণ্ডলের এলাকা। দু’বারের বিধায়ক তিনি। ভোটের আগে তাঁর এই ফুল বদল বিজেপির জন্য চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু কেন এই দলবদল? শোনা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাপসী মণ্ডলের। তার একাধিক দায়িত্ব থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। দলের অন্দরেই সেই সমস্যা মেটানোরও চেষ্টা করা হয়েছিল বলে খবর। তাতে লাভ না হওয়ার জেরেই এই দলবদলের সিদ্ধান্ত।
এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ, কোনও বিধায়কই আর জেলা সভাপতি পদে থাকবেন না। সেই কারণেই নাকি তাপসী মণ্ডলের দলবদল। শুভেন্দুর দাবি, তাপসী মণ্ডল দল ছাড়বেন, তা নাকি আগেই জানা ছিল তাঁদের। তবে গোটা ঘটনায় একটাই প্রশ্ন, আসন্ন বিধানসভা নির্বাচনে হলদিয়া থেকে তাপসীকেই টিকিট দেবে তৃণমূল?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন