সমকালীন প্রতিবেদন : ভোটার তালিকা নিয়ে এবার প্রশাসনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলল বিজেপি। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বেছে বেছে বিজেপি সমর্থক তথা মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ডেকে পাঠানো হচ্ছে। বাগদা এলাকায় এই ধরনের বেশ কযেকটি ঘটনা ঘটেছে বলে বিজেপির দাবি।
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে বলেছেন, ভূতুড়ে ভোটারের নামে এই রাজ্যে বেছে বেছে হিন্দু ভোটারদের টার্গেট করা হচ্ছে। এবার বেছে বেছে মতুয়া নমঃশূদ্র হিন্দুদের নোটিশ পাঠাচ্ছে তাদের নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র নিয়ে দেখা করবার জন্য।
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, 'বাগদার বিডিও তাঁর এলাকার এমন কিছু মানুষদের বিজ্ঞপ্তি জারি করে ডেকে পাঠিয়েছেন, যারা হিন্দু তথা মতুয়া সম্প্রদায়ের মানুষ।' পাশাপাশি, তারা বিজেপিকে সমর্থন করে। তাঁর বক্তব্য, 'বাগদা বিধানসভা এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষদের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করে। আর বেছে বেছে তাদের অনেককেই বিডিও অফিসে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে।'
জেলা সভাপতির আরও অভিযোগ, 'যারা আসলে ভারতীয়, তাদেরকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে অফিসে ডেকে হয়রানি করা হচ্ছে, অথচ সত্যিকারের বাংলাদেশের নাগরিক হয়ে এদেশের ভোটার তালিকায় নাম তুলে রেখেছে, বাগদায় এমন বহু মানুষ রয়েছে। আমরা অভিযোগ জানালেও তার কোনও সুরাহা হচ্ছে না। কারণ তারা তৃণমূলের ভোটার। আর বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন।'
এদিনের সাংবাদিক বৈঠকে হাজির বাগদার মেহরানির গ্রামের বাসিন্দা নিখিল কীর্তনীয়া প্রশাসনের উপর এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, '১৯৬৭ সালে বাগদায় আমার জন্ম। আমি বাগদা এবং বনগাঁ এলাকার স্কুল, কলেজে পড়াশোনা করেছি। আমার শ্বশুরবাড়ি বনগাঁয়। ছেলে বাগদায় জন্মেছে। এইসবের সমস্ত নথি আমাদের আছে। তারপরেও আমার স্ত্রী এবং ছেলের নামে নোটিশ আসায় আমরা আশঙ্কিত।'
এব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বহু ভুয়ো ভোটারের সন্ধান আমরা পাচ্ছি, যার মধ্যে অনেকেই ভিন রাজ্যে থাকে, বাংলাদেশের বাসিন্দা ইত্যাদি। তার তালিকা প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে। প্রশাসন তা খতিয়ে দেখছে। কেউ যদি সত্যিকারের ভারতীয় নাগরিক হন, তিনি তার নথি দেখালেই কোনও সমস্যা নেই। বিজেপির এতো গাত্রদাহ হচ্ছে কেন?'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন