Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

বনগাঁয় '‌মুক্তধারা'র বার্ষিক সমাবর্তন

 ‌

Annual-Convocation

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁর ঐতিহ্যবাহী যন্ত্রসঙ্গীত শিক্ষাকেন্দ্র '‌মুক্তধারা'র বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে গুণিজনের সমাবেস ঘটলো। শনিবার সন্ধেয় এই সাংস্কৃতিক আসর জমে উঠেছিল বনগাঁ উচ্চ বিদ্যালয়ের গঙ্গাচরণ চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চে। 

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্রনাথ ব্যানার্জী। এরপর মুক্তধারার ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে গীটার বাজনার মাধ্যমে শুরু হয় মূল পর্ব। স্বাগত ভাষণ দেন সংস্থার কর্ণধার রাজীব চক্রবর্তী। এরপর একে একে অতিথি বরণ পর্ব চলে।

এদিনের অনুষ্ঠানে মুক্তধারার ছাত্রছাত্রীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন অন্বেষা বিশ্বাস, দেবজিৎ দাস, সুমনা চত্রবর্তী, রূপালি বিশ্বাস, তাপসী রুদ্র, সুপ্রতীম প্রামানিক, এবং পুষ্পিতা শীল। প্রলয় রুদ্রর স্যাক্সোফোন, সন্দীপ ঘোষের মাউথঅর্গান এবং সুবোধ সরকারের বেহালা বাদন অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

এর পাশাপাশি 'অহনাবীথি'‌, '‌নৃত্যছন্দম', শ্রেয়া ব্যানার্জীর নৃত্য পরিবেশন দর্শকদের নজর টানে। পৌলমী দে এবং সমীর চত্রবর্তীর আবৃত্তি মন ভালো করে দেয় শ্রোতাদের। দলগত ছাড়াও এদিন আলাদাভাবে হাওয়াইন গীটারে সুর তোলেন দেবদীপ্ত নন্দী, মোহনা পাল, দীপাঞ্জন পাল এবং দিবাকর ধর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ছন্দা সরকার। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন