সমকালীন প্রতিবেদন : ঘরের ভেতরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী। ঘটনার পর পুলিশকে দেখে লাফ দিয়ে পালাতে গিয়ে জখম হল খুনী স্বামী। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর এই খুনের ঘটনা ঘটেছে বনগাঁ থানার উদয়পুর এলাকায়। পুলিশ জানিয়ে, মৃত বধূর নাম সুপ্রিয়া হালদার (৩১)।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে বনগাঁর যুবতী সুপ্রিয়াকে ভালোবেসে বিয়ে করে বনগাঁ থানার উদয়পুরের যুবক উজ্জল হালদার। কাজের সূত্রে উজ্জ্বল কেরালায় থাকতো। বেশ কয়েক মাস আগে স্ত্রীও তার সঙ্গে কাজ করতে বাইরে চলে যায়।
মাস দেড়েক দুজনেই বাইরে থাকার পর বাড়িতে ফিরে আসে। এরপর উজ্জ্বল একাই কাজের জন্য বাইরে চলে যায়। অন্যদিকে, তার স্ত্রী সুপ্রিয়া অধিকাংশ সময়েই বনগাঁয় বাপেরবাড়িতে থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, পারিবারিক কারণে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লাগতো।
উজ্জ্বল গতকালই বনগাঁর বাড়িতে ফিরে আসে। আর তারপর আজ দুপুরে বাড়িতে আসে তার স্ত্রী সুপ্রিয়া। দুপুর ১ টা নাগাদ উজ্জ্বলকে রক্তাক্ত দা হাতে নিয়ে গ্রামের রাস্তা ধরে যেতে দেখেন মাঠে কাজ করা প্রতিবেশী কৃষকেরা। আর তাতেই তাদের মনে সন্দেহ হয়।
এরপর তাঁরা উজ্জ্বলের বাড়িতে এসে দেখেন, ঘরের ভেতরে সুপ্রিয়ার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বনগাঁ থানায় খবর দেওয়া হয়। পুলিশ সুপ্রিয়াকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, পুলিশকে আসতে দেখে পালাতে গিয়ে জখম হয় উজ্জ্বল। আহত অবস্থায় পুলিশি হেফাজতে বনগাঁ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন