Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

অ্যাডভেঞ্চারের নেশা আকাশ পাতাল এক করে দিয়েছে ভিক্টর ভাসকেভোর জীবন

 ‌

Victor-Vaskevo

সমকালীন প্রতিবেদন : তিনি অ্যাডভেঞ্চার এর রাজা! সেই কত্তো উঁচুর মাউন্ট এভারেস্ট আর সেই পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্সের গভীরতম বিন্দু "চ্যালেঞ্জার্স ডিপ" সবটাই ছুঁয়ে দেখেছেন একটা মানুষ। জানেন ‌তিনি কে? ভিক্টর ভাসকেভো! ভাবুন তো, একটা মানুষের ভেতরে কতটা অ্যাডভেঞ্চারের নেশা থাকলে তিনি আকাশ পাতাল এক করে সবটাকে ছুঁয়ে দেখার আপ্রাণ চেষ্টা করতে পারেন! ভিক্টর ভাসকেভো তেমনই একজন মানুষ, যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সাঙ্ঘাতিক অ্যাডভেঞ্চারের নেশা।

যে নেশা তাঁকে পৌঁছে দিয়েছিল মহাকাশেও। পৃথিবীর নাগালের বাইরে। সেখানেও ভাসকেভো দেখিয়েছেন নিজের মহিমা। ১৯৬৬ সালের ১০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অন্তর্গত ডালাসে ভিক্টর ভাসকেভোর জন্ম। তারপর সেখানেই বেড়ে ওঠা। পৃথিবীর বিখ্যাত অদম্য অ্যাডভেঞ্চারাস ভিক্টর ভাসকেভো খুব সামান্যতেই সন্তুষ্ট ছিলেন না। আরো বেশি কিছুকে জানার, এক্সপ্লোর করার, ছুঁয়ে দেখার ইচ্ছাই তাঁকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে।

তাই তো, উত্তর মেরু আর দক্ষিন মেরুর শেষ বিন্দুতেও স্কি করে এসেছেন এই মানুষটাই। ভাবা যায়? পৃথিবীর সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়ায় এবং পৃথিবীর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম পাঁচটা জায়গায় ভাসকেভোর পা পড়েছে। এমন এমন অভিযান তিনি করেছেন, যা রিস্কের চূড়ান্ত। কিন্তু এসব বিবেচনা করলে তো বেঁচে থাকার মানেই থাকবে না! বিশেষ করে এরকম অ্যাডভেঞ্চার প্রিয় মানুষগুলোর জন্য। ওই যে কথায় বলে না? রাখে হরি তো মারে কে! ভাসকেভোর ক্ষেত্রেও তেমনটাই তো হয়েছে।

তিনি প্রথম একা মানুষ হিসেবে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের গভীরে সফল অভিযান করেছিলেন! সমুদ্রের ৩৫০০০ হাজার  ফুটে নিচে ছোট্ট একটা সামমেরিন নিয়ে ল্যান্ড করিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গায়, যেখানে জলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে ১৬০০০ পাউন্ডের বেশি! দুর্ঘটনায় জলের চাপে তাঁর মৃত্যুও হতে পারতো। কিন্তু তারপরেও তাঁকে দমিয়ে রাখা যায়নি। সফলভাবে বেঁচে ফিরে কনফিডেন্স বেড়েছিল দ্বিগুণ। একের পর এক অসাধ্য সাধন করেছেন মনের জোরেই।

অথচ আজ আমরা অনেক কিছুই উপভোগ করছি, যা মানুষের মৃত্যুর মুখোমুখি হয়ে অর্জন করতে হয়েছে। অথচ কত মানুষ কত অল্প চেষ্টাতেই ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেন! ভিক্টর ভাসকেভো তাদেরকে পথ দেখাতে পারেন।‌ দেখবেন আপনার ইচ্ছেশক্তিই আপনাকে পৌঁছে দেবে আপনার লক্ষ্যে! তাই ব্যর্থ হলেও, নতুন করে ভাবুন। পরিকল্পনা করুন। পরিশ্রম করুন। লেগে থাকুন। সফল আপনাকে হতেই হবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন